ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার ফলে এবার কাঁকড়া চাষ শুরু করছেন সাকিব আল হাসান।

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তিনি বাংলাদেশের প্রধান ভারসা। কিন্তু আইসিসির নিয়ম ভঙ্গ করার জন্য এই মুহূর্তে নির্বাচনে পাঠানো হয়েছে সাকিবকে। বুকিরা ম্যাচ গড়াপেটার জন্য বারে বারে সাকিবের সাথে যোগাযোগ করেছিল কিন্তু সাকিব তাদের আবেদনে সাড়া দেয়নি বরং প্রত্যেকবার তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু সাকিবকে যে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি তিনি জানাননি আইসিসির দুর্নীতি দমন শাখার কাছে।

আর এটাই হল সাকিবের বড় অপরাধ। এই কারনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে এসেছেন সিরিজ খেলার জন্য এই সিরিজে আসতে পারেননি সাকিব, অপরদিকে আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও নির্বাসনের কারণে খেলতে পারবেন না সাকিব আল হাসান। এর ফলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন সাকিব ছাড়া বাংলাদেশ দল বেশ অসুবিধার মধ্যে পড়বে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস জানিয়েছেন যে সাকিব অবশ্যই তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিবকে ছাড়াও বাংলাদেশ টিম বেশ শক্তিশালী এবং লড়াই করার মতো ক্ষমতা রাখে।

Shakib Al Hasan

ক্রিকেট থেকে নির্বাচিত হয়েছেন সাকিব আর তাই অবসর সময়কে কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গিয়েছে যে এবার ক্রিকেটের বাইরে তিনি ব্যবসার কাজে ভালো ভাবে যুক্ত হতে চলেছেন। এর আগেও বিভিন্ন ধরনের ব্যবসা তিনি করেছেন তবে এবার একেবারে নতুন ধরনের একটি ব্যবসায় বিনিয়োগ করতে চলেছেন সাকিব অর্থাৎ অবসর সময়টা যে তিনি ভালোভাবেই কাজে লাগাবেন সেটা বোঝাই যাচ্ছে।

cea967827cd235054a3a24678beb9fd1

এবার বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবসা কাঁকড়া চাষ শুরু করতে চলেছেন সাকিব। জানা গিয়েছে যে বাংলাদেশের সাতক্ষীরার বুড়িগোয়ালী এলাকায় প্রায় 50 বিঘা জমির উপর কাঁকড়া চাষ শুরু করতে চান সাকিব। এর জন্য জমি তৈরীর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবার শুধু চাষ করার অপেক্ষা। ইতিমধ্যেই 30 হাজার বক্স বসানো হয়ে গিয়েছে কাঁকড়া চাষ করার জন্য। ‘সাকিব এগ্রো ফার্ম লিমিটেড’ নামে সাকিবের এই প্রজেক্ট শুরু হওয়ার ফলে প্রায় দেড়’শ জনের মত মানুষের কর্মসংস্থান হবে এখানে এছাড়াও শ্রমিকদের থাকবার জন্য বাসস্থান তৈরি করা হবে এই জমির উপর।

Udayan Biswas

সম্পর্কিত খবর