রবিবার থেকে দিল্লির ফিরোজ শাহ কোটলা বর্তমানে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আটবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে আট বারের মধ্যে আট বারই জয় লাভ করেছে ভারত। আটবার ভারতের মুখোমুখি হয়েও এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারেনি তামিম ইকবালরা। তবে জয়ের মুখ না দেখলেও বেশ কয়েকটি ম্যাচে ভারতের সাথে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের।
2009 সালের 6 জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল। তবে সেই ম্যাচ ভারত বাংলাদেশকে 25 রানে পরাজিত করেছিল। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 180 রান তুলেছিল তৎকালীন ভারতীয় টিম। আর ভারতের 180 রানের জবাবে প্রজ্ঞান ওঝার চার উইকেটের দৌলতে মাত্র 155 রানেই শেষ বাংলাদেশের ইনিংস।
এরপরও অনেকবার কখনো বিশ্বকাপের মঞ্চে কখনো সিরিজ খেলায় ভারত এবং বাংলাদেশ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল। কিন্তু এতবার টি-টোয়েন্টি খেলার শর্তেও ভারতকে একবারও পরাস্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
উল্লেখ্য, হিরো নিদাহাস ট্রফির ফাইনালে শ্রীলংকার মাটিতে শেষবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 166 রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 50 বলে 77 রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। আর এই ম্যাচে 167 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে প্রথম থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। শেষের দিকে চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে জয়ের জন্য মাত্র দুই ওভারে অর্থাৎ 12 বলে 34 রানের প্রয়োজন ছিল ভারতীয় দলের। সেই সময় ভারতীয় দলকে রক্ষা করে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আট বলে 29 রান করে বাংলাদেশের মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসেন দীনেশ কার্তিক এবং ফাইনাল ম্যাচ জিতে ট্রফি জিতে নেয় ভারতীয় ক্রিকেট দল। অর্থাৎ জয়ের অনেক কাছে এসেও শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে প্রথম জয় তুলতে অক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট দল।