বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীর আর লাদাখ কেন্দ্র শাসিত রাজ্য হয়েছে। আর সেই ক্রমে আজ কেন্দ্রের মোদী সরকার ভারতের নতুন নকশা জারি করল। নতুন লাদাখ কেন্দ্র শাসিত রাজ্যে দুটি জেলা আছে। একটি কার্গিল, আরেকটি লেহ। আর জম্মু কাশ্মীর রাজ্যে বাকি অংশ জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত রাজ্যের অধীনে পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, জম্মু আর কাশ্মীর রাজ্যে ভারতের স্বাধীনতার সময় ১৪ টি জেলা ছিল। ওই জেলা গুলো হল, কাঠুয়া, উধমপুর, অনন্তনাগ, বারামুলা, রিয়াসি, মুজফরাবাদ, মীরপুর, পুঞ্ছ, লেহ, লাদাখ, গিলগিট, চিলহাস, গিলগিট বজারত আর ট্রাইবাল টেরিটরি।
আরেকদিকে ২০১৯ আসতে আসতে জম্মু কাশ্মীর রাজ্য সরকার এই ১৪ জেলাকে পুনর্গঠিত করে ২৮ টি জেলা বানিয়ে দিয়েছিল। নতুন জেলা গুলো হল কুপওয়ারা, গন্ডেরবল, বান্দিপোরা, বদ্গাম, শ্রীনগর, কুলগাম, শোপিয়া, রাজৌরি, ডোডা, কিশতবার, রামবন, কারগিল আর সাম্বা। কিন্তু জম্মু কাশ্মীর পুনর্গঠন অধিনিয়ম ২০১৯ এর কারণে লাদাখ এখন কেন্দ্র শাসিত রাজ্য। আর এই রাজ্যে এখন মাত্র দুটি জেলা লেহ আর লাদাখ।
৩১ অক্টোবর ২০১৯ এ নতুন করে তৈরি হওয়া কেন্দ্র শাসিত রাজ্য জম্মু-কাশ্মীর আর লাদাখ এর নতুন মানচিত্র প্রকাশ করে Surveyor General Of India। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র সরকার গত ৫ই আগস্ট ২০১৯ এ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জম্মু কাশ্মীর থেকে ভারতীয় সংবিধান এর ৩৭০ ধারা তুলে দেয়। এরপর জম্মু কাশ্মীর রাজ্যের পুনর্গঠন আইন অনুযায়ী, ৩১ অক্টোবর ২০১৯ থেকে রাজ্যের জায়গায় কেন্দ্র শাসিত অঞ্চল অস্তিত্বে চলে আসে।