ক্লাসে মোবাইল নিষেধের ফতেয়া, কিন্তু বিপক্ষে উঠছে কিছু প্রশ্ন কারণ…

 

বাংলা হান্ট ডেস্ক : এবার থেকে ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবেন না প্রাইমারি ও জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এমন নির্দেশিকা জারি করল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আরে নির্দেশিকার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নয়া নির্দেশিকাতে বলা হয়েছে, ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা।

অভিযোগ আছে, অসুবিধা হলেও এতদিন শিক্ষকদের বিরুদ্ধে কোনও কথা বলতে পারত না পড়ুয়ারা। আর এই বিষয়ে বিভিন্ন জায়গায় কথামতো ঘোরাফেরা করছে অনেকদিন হলো। বীরভূমের প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।  শিক্ষকদের একটা বড় অংশ এই নতুন নির্দেশিকাকে সমর্থন জানিয়েছে।

Mobile phones teacher

 

 

কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যখন ভারত ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছে তখন ক্লাসে ফোন অবশ্যই নিষিদ্ধ কিন্তু যদি কোন শিক্ষক শিক্ষা সম্পর্কিত কোন জ্ঞান আহরণের জন্য সামাজিক মাধ্যম বা গুগলের সাহায্য নিয়ে থাকে তবে দোষ কোথায়? হ্যাঁ এখন তিনি কি কাজে মোবাইলটি ব্যাবহার করছেন সেটা দেখার বিষয়? কিন্তু মোবাইল ব্যবহার করা বা তার উপযোগিতা এবং তার অপব্যবহার নিয়ে অবশ্যই সচেতনতা দরকার। কিন্তু মোবাইল নিষিদ্ধ মানে এই নয় যে ক্লাসের সমস্ত বিষয় এক লহমায় ঠিক হয়ে যেতে পারে। বর্তমানে উচ্চশিক্ষায় দেখা গেছে বিভিন্ন শিক্ষকরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের ছাত্রদের মধ্যে পড়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আদান প্রদান করে থাকেন তাহলে শিক্ষার জগতে ফোন এবং তার সুফল কুফল যখন এতটাই কাজের উপযোগী সেখানে এই ধরনের নির্দেশিকা শুধু কি একটা ফতোয়া জারি করার নয়, উঠছে সেই প্রশ্ন!

সম্পর্কিত খবর