বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র নির্বাচন নিয়ে প্রথম থেকেই যেন একটা জল ঘোলা হয়ে আসছে। আর রাজনীতির অন্দরমহলে কে যে শেষ হাসি হাসবে কে যে অলিন্দে প্রবেশ করবে তার সময়ের গণনা চক্রে প্রধান হয়ে দাঁড়ায়।
নির্বাচনে বিজেপি পার্থী দিয়েছিল ১৬৪টি আসনে। শিবসেনা দিয়েছিল ১২৪টিতে। অন্য দিকে, ১৪৭টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, এনসিপি লড়েছে ১২১টি আসনে। ফল বেরনোর পর দেখা যায় বিজেপি পেয়েছে ১০৫টি, শিবসেনা সেখানে ৫৬টি। অন্য দিকে, শক্তি বাড়িয়ে ৫৪টি আসন নিয়ে উঠে এসেছে এনসিপি। এই অবস্থায় শিবসেনাই কি শেষ হাসি হাসবে, নাকি জটিলতা আরো অন্য দিকে মোড় নেবে? নাকি আরও একবার মসনদে চড়বেন ফডণবীস? তা আজই স্থির হতে পারে দিল্লিতে।
বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে সোমবার দিল্লি পৌঁছেছেন দেবেন্দ্র ফডণবীস। অমিত শাহের সাথে অনেকদিন ধরে এই ফোনে কথা হচ্ছিল এ বিষয়ে। অন্য দিকে এদিনই বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। যদি শিবিরের এই সুযোগকে কাজে লাগাতে মরিয়া সোনিয়া গান্ধী ও তার সমস্ত বৈপরীত্য অবস্থাকে দূর করে দিয়েছে। এনসিপি প্রধান শরদ পওয়ার যোগ দিচ্ছেন সেই বৈঠকে।