বাংলা হান্ট ডেস্কঃ ইন্টারন্যাশানাল টেনিস ফাউন্ডেশন (ITF) সুরক্ষার কারণ দেখিয়ে ভারত – পাকিস্তান এর মধ্যে হওয়া ডেভিস কাপ (Davis Cup) খেলা নিরপেক্ষ মাঠে করানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ৫ই নভেম্বর একটি বয়ান জারি করে ITF এই তথ্য দেয়। ITF জানায় যে, ইসলামাবাদে হওয়া টেনিস খেলাকে এবার একটি নিরপেক্ষ ভ্যেনুতে শিফট করে দেওয়া হল। নিজদের বয়ানে ITF পরিস্কার জানিয়ে দেয় যে, ‘এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপ-১ এর খেলা ইসলামাবাদে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার এই খেলা একটি নিরপেক্ষ মাঠে শিফট করা হচ্ছে।” আপনাদের জানিয়ে রাখি, এই খেনা ২৯ আর ৩০ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়ার কথা ছিল।
The ITF has issued the following statement regarding the Davis Cup Asia/Oceania Group I tie between Pakistan and India: pic.twitter.com/Jwj2ZRWMZo
— ITF Media (@ITFMedia) November 4, 2019
সোমবার ITF এর তরফ থেকে জারি করা বয়ান অনুযায়ী, ITF সুরক্ষা পরামর্শদাতা আর এলাকার রিপোর্ট সমীক্ষা করার পর ডেভিস কাপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার ভারত পাকিস্তান ম্যাচ অন্য কোন নিরপেক্ষ মাঠে খেলা হবে। পাকিস্তানকে ITF পাঁচ দিন সময় দিয়েছে কোন নিরপেক্ষ মাঠ নির্বাচন করার জন্য। এই পাঁচ দিনের মধ্যে ITF কে বিকল্প সম্বন্ধে অবগত করাতে হবে পাকিস্তানকে।
ITF নিজের বয়ানে জানায়, বিকল্প মাঠের নির্বাচন আর সেটিকে স্বীকৃতি দেওয়ার পরই সেই ব্যাপারে তথ্য দেওয়া হবে। উল্লেখনীয়, ITF আর ডেভিস কাপ কমিটির প্রাথমিকতা হল অ্যাথেলিট, খেলোয়াড় আর দর্শকদের সুরক্ষা। আর এই সুরক্ষার কারণ দেখিয়েই পাকিস্তান থেকে ডেভিস কাপ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ITF।
ITF এর এই সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়ার ইউজারেরা স্বাগত জানিয়েছে। তাঁরা জানাচ্ছে যে, এইটা একদম সঠিক সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ITFকে ধন্যবাদ। আরেকদিকে কিছু মানুষ এই খেলাকে দুবাই অথবা আফগানিস্তানে নিয়ে যাওয়ার কথা বলছে। দুই দেশের সমর্থকদের কথা ভেবেই দুবাই আর আফগানিস্তানের বিকল্প বেছে নেওয়া হবে বলে অনুমান।