বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতা নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘিরে ধরেছে ভারতকে।

গত রবিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। আর এই ম্যাচটি জিতে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় পেল বাংলাদেশ। বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিমের ব্যাটের উপর ভর করে 7 উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

115518678244367344adf98ecf75540bd669c2d24

এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হতে চলেছে আগামীকাল রাজকোটে, আর এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারতীয় দল। কিন্তু ভারতের সমতা ফেরানোর ম্যাচে মূল বাঁধা হয়ে দাঁড়াতে চলেছে আবহওয়া। প্রথম ম্যাচে যেমন দিল্লির দূষণ বাধা হয়ে দাঁড়িয়েছিল তেমনি এই ম্যাচেও বাধা হয়ে দাঁড়াতে চলেছে ঘূর্ণিঝড় ‘মহা’।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে গুজরাটের পোরবন্দর উপকূলে বুধবার ভোর রাতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মহা’। তবে এই ঝড়ে বড়োসড়ো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কম কিন্তু বড় ক্ষতি না হলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। আর এর ফলেই ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেস্তে যেতে পারে।

তবে যদি খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত ভারত- বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ টি না হয় তাহলে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ আর জিততে পারবে না ভারতীয় দল। তখন সিরিজে সমতা ফেরানোর জন্য এই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিততেই হবে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দলকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর