নিহত তৃণমূল নেতার বাড়িতে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

 

সঞ্জয় কাপড়ী,ময়না,পূর্ব মেদিনীপুর: নিহত তৃণমূল নেতার বাড়িতে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 14 অক্টোবর ময়না থানার বাকচা বিজেপির হাতে খুন হয় তৃণমূল নেতা বাসুদেব মন্ডল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আজ তার বাড়িতে গিয়ে শহীদ বেদিতে মাল্যদান করেন পরিবহন ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ তার পরিবারের সাথে দেখা করেন মন্ত্রী ময়নার তৃণমূল নেতা বাসুদেব মন্ডল খুন হয়ে ছিল বাকচা অঞ্চলে আন্ধারিয়া গ্রামে। তার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে ময়নার বিস্তীর্ণ এলাকা। পুলিশ গোপাল দাস মন্ডল এবং খোকন খু টিয়াল নামে দুজনকে আটক করেছে।

IMG 20191105 WA0024

নিহত বসুদেব মন্ডলের ময়না তদন্ত হয় তমলুক জেলা হাসপাতাল। ময়না তদন্তের পর বসুদেব মন্ডলের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহকারী সভাধিপতি শেখ সুফিয়ান তাম্রলিপ্ত পৌরসভার উপ পৌর প্রধান দীপেন্দ্রনাথ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। মৃত দেহের সঙ্গে রয়েছে সভাধিপতি দেবব্রত দাস সহ তৃণমূলের নেতৃত্বে। বারবার উত্তপ্ত হতে হয়েছে ময়না।

সম্পর্কিত খবর