‘বারবার কোর্টে মামলার জন‍্য SSC’র কাজ করা সম্ভব হচ্ছে না’ : পার্থ

বাংলা হান্ট ডেস্ক: বহুদিন ধরে বহু সমস্যার মুখে পড়েছেন SSC-র চাকরিপ্রার্থীরা৷ এ নিয়ে আদালতে বেশ কয়েকবার মামলাও করেছেন তারা। তাদের অভিযোগের তালিকা ভিন্ন ভিন্ন বহু বিভাগে বিভক্ত, কখনও মেধাতালিকা সংক্রান্ত অভিযোগে আদালতে মামলা করেছেন, আবার কখনো ইন্টারভিউ সংক্রান্ত নানান ইস্যুতে৷ এই সমস্ত মামলার জেরে প্রতিনিয়ত নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে সমস্যা৷

images 71

গতকাল এই প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, “SSC-তে আমাদের লক্ষ্য স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করা৷ কোর্টের নির্দেশ দেওয়া নিয়ে অনেক দিন নষ্ট হয়ে গেছে৷ প্রতিবার অনেকে কোর্টে গিয়ে তাদের মামলা করে আটকে দিয়েছেন নিয়োগ কার্য৷ আমি আবেদন করছি যারা মেধা তালিকায় আছে , যাদের নিয়োগপত্র পাওয়ার সুযোগ রয়েছে, তাদের সেই সুযোগ পেতে অযথা দেরি করাবেন না৷”

চাকরিপ্রার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর আরো মন্তব্য করেন, তিনি বলেন “আমরা তো সবাইকে সর্বস্তরে বলেছি যে কোনো অসুবিধা বা অভিযোগ থাকলে আমাদেরকে জানান৷ কিন্তু নিজেদের কার্যসিদ্ধির জন্য অন্যদের নিয়োগ আটকে দেবেন না৷ প্রায় ১৪ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ রয়েছে৷ সেখানে ১০-১৫ জন কোর্টে গিয়ে অভিযোগ জানিয়ে যদি সেই পদটাকে আটকে দিচ্ছে৷ বিগত চার বছর ধরে একটি মামলা শেষ হচ্ছে তোমাদের থেকে আর একজন কেউ এসে আবার মামলা করে দিচ্ছে৷ আমার শুধু এটাই বলার যে আপনাদের মনে যদি কোন রকম সংশয় থেকে থাকে তাহলে সেটা SSC-র সঙ্গে আলোচনা করুন৷ এমনকি প্রয়োজন পড়লে শিক্ষা দপ্তরের সাথে গিয়েও কথা বলুন৷ কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে৷ যদি তার বাস্তবতা থাকে, সত্যতা থাকে মেধা থাকে৷”

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর