শীতে আমার মা অসুস্থ হলে, এর জন্য দায়ী হবে মোদী সরকার: ইলতাজা মুফতি, মেহেবুবার মেয়ে।

ধারা ৩৭০ অপসারণের কারণে মেহেবুবা মুফতি সহ বেশকিছু নেতাদের গৃহবন্দি করা হয়েছিল। আসলে এই নেতারা যাতে কাশ্মীরের মুসলিমদের উস্কানি দিয়ে পরিস্থিতি অশান্ত করতে না পারে সেই কারণেই  গৃহবন্দি করা হয়েছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলি এর উপর অনেক বিরোধিতা করেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশমতো সবকটা বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেফতার ও কাশ্মীরের সাধারণ নেতাদের গৃহবন্দি করা হয়েছিল। এখন  মেহেবুবা মুফতির গৃহবন্দি হওয়া নিয়ে মুখ খুলেছেন তার মেয়ে ইলতাজা মুফতি।

IMG 20191106 WA0060

 

জানিয়ে দি, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতির টুইটার হ্যান্ডেল এখন তার মেয়ে নিয়ন্ত্রণ করে। মেহেবুবা মুফতির মেয়ে ইলতাজা মুফতি কেন্দ্র সরকারের কাছে নতুন দাবি করেছেন।

ইলতাজ মুফতি বলেছেন তার মা মেহেবুবা মুফতিকে যেখানে গৃহবন্দি করে রাখা হয়েছে সেখান থেকে অন্যত্র স্থানান্তর করা হোক। কাশ্মীর উপত্যকার প্রচণ্ড শীত মেহেবুবার স্বাস্থ্যের জন্য অনুকূল নয় বলে দাবি মেহেবুবা মুফতির মেয়ে।

 

ইলতাজা টুইটারে মেহবুবা মুফতির অ্যাকাউন্ট থেকেও লিখেছেন যে তিনি প্রায় এক মাস আগে শ্রীনগর জেলা কালেক্টরকে একটি চিঠি লিখেছিলেন। “যদি তাদের কিছু হয় তবে ভারত সরকারই এর দায়িত্বে থাকবে।” মেহবুবার মেডিক্যাল পরীক্ষায় ভিটামিন ডি, হিমোগ্লোবিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা গেছে বলে দাবি করেছেন ইলতাজা।

 

IMG 20191106 WA0059

তাঁর বাসভবন (যেখানে তিনি গৃহবন্দী রয়েছেন) কাশ্মীরের কঠোর শীতের বিরুদ্ধে উনাকে অসুস্থ করে তুলবে। এই বিষয়গুলির ভিত্তিতে, ইলতজা তাকে অবিলম্বে অন্য একটি, যথাযথ জায়গায় স্থানান্তরিত করার দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর