দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তানের ছাড়া বিষাক্ত গ্যাস: বিনীত আগরওয়াল, বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্ক :কয়েক দিন ধরে লাগাতার হারে দিল্লির দূষণের মাত্রা বেড়ে চলেছে, আর এতেই চিন্তায় পড়েছেন পরিবেশবিদরা৷কালী পুজোর পর থেকে গোটা রাজধানী শহর ধোঁয়াশায় ঢেকে গেছে৷বিশেষে করে কয়েক দিন যাবত যেভাবে পাঞ্জাব ও হরিয়ানার চাষীদের চাষের আগাছা পোড়ানো হচ্ছে তাতেই দিল্লীতে দূষণের কোয়ালিটি ইনডেক্স ক্রমশই বাড়ছে৷ সমীক্ষায় দেখা গিয়েছে কোথাও কোথাও 1600 ছাড়িয়েছে কোয়ালিটি ইনডেক্সে৷ তবে এই দূষণের কারণ হিসেবে নতুন ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা বিনীত আগারওয়াল৷BP 1 637085926322686768

পাকিস্তানের ছাড়া গ্যাসেই নাকি দিল্লীর দূষণ বাড়ছে এমনটাই ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা বিনীত৷ তবে এখানেই থেমে থাকেননি পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে বিনীত আগারওয়াল আরও জানিয়েছেন, ‘নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। তবুও বিভিন্ন ভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু কোনও কিছুতেই পেরে উঠছে না। যখনই ওরা ভারতের সঙ্গে যুদ্ধ করছে তখনই হেরেছে। এখন তারা হতাশ।’

তবে পাঞ্জাব ও হরিয়ানার চাষীদের আগাছা পোড়ানোর বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি বিনীত৷ বরং, অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য ঘিরে সমালচনা করেছেন বিনীত৷ চাষীদের দেশের মেরুদন্ড বলে দাবি করে দূষণের জন্য কখনওই শিল্পকে দায়ী করা উচিত নয় বলে জানান তিনি৷ একই সঙ্গে এই সমস্যার সমাধান মোদী ও শাহ জুটি করতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন৷

উল্লেখ্য, সম্প্রতি দূষনের নিরিখে কোন শহর এগিয়ে তার তালিকা প্রকাশিত হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে দশের মধ্যে নেই দিল্লীর নাম৷ হরিয়ানা ও উত্তরপ্রদেশের দূষণের মাত্রা বেশি৷ হরিয়ানা ও উত্তরপ্রদেশের প্রতিটি শহরের মাত্রা 400 বেশি৷

 

সম্পর্কিত খবর