বাংলা হান্ট ডেস্ক : ব্যাংক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী বর্তমানে ব্রিটেনে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাঁকে যে কোনও মূল্যে ভারতে প্রত্যার্পণ করা নিয়ে ইতিমধ্যেই ভারত ও ব্রিটেনের মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে তবে তিনি ভারতে ফিরতে চান না এবং ভারতে ফেরত পাঠালেই আত্মহত্যা করবেন ঠিক এই ভাষাতেই বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হুঁশিয়ারি দিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত নীরব মোদী৷ তাঁর হুঁশিয়ারির পর তিনি খেলাপিতে অন্যতম অভিযুক্ত বিজয় মালিয়ার হুঁশিয়ারির সঙ্গে মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা৷
কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই নীরব মোদীকে ঘরে ফেরানোর জন্য সমস্ত দিক থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যদিও কিছুতেই ভারতে ফিরতে নারাজ এগারো হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব৷ তবে কিছুতেই দমে থাকতে নারাজ যদিও জামিনের আর্জি ইতিমধ্যেই খারিজ হয়েছে৷ তবে জামিনের আর্জি খারিজ হলেও ভারতে ফেরত পাঠালে কার্যত আত্মহত্যা করার হুমকি দিয়েছেন তিনি৷
আসলে ব্রিটেনের আদালতে জামিন খারিজ হয়ে যাওয়ায় অত্যন্ত সমস্যায় পড়েন নীরব মোদী আর তাই বিকল্প পথ হিসেবে আত্মহত্যাকে বেছে নিয়েছেন তিনি৷ উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এগারো হাজার কোটি টাকার ঋণ নিয়ে পলাতক নীরব মোদী, লন্ডনে গা ঢাকা দিলেও লন্ডন পুলিশ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে
তাই তাঁকে ভারতে ফেরত পাঠানোর আর্জি জানানো হয়েছে ভারত সরকারের তরফে, যদিও এখনও অবধি মামলা শিকেয় ঝুলছে, আগামী বছর মে মাসে নীরব মোদীকে প্রত্যাহার পরের মামলার শুনানি শুরু হবে বলেই সূত্রের খবর৷