বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (BJP) বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানী (Lal Krishna Advani) আজ শুক্রবার ৯৮ বছরের হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আদবানীর জন্মদিনে ওনাকে স্মরণ করে ওনাকে একজন রাজনেতা, বিদ্যান বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কয়েক দশক ধরে আদবানী বিজেপিকে মজবুত বানানোর জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে বলেন, ‘বিদ্যান, রাজনেতা আর দেশের সবথেকে সন্মানিত নেতাদের মধ্যে এক, নাগরিকদের ক্ষমতায়নে শ্রী লালা কৃষ্ণ আডবানীর অবদানকে ভারত সর্বদা স্মরণ করবে। ওনার জন্মদিনে ওনার দীর্ঘায়ুর কামনা করি।”
Scholar, statesman and one of the most respected leaders, India will always cherish the exceptional contribution of Shri Lal Krishna Advani Ji towards empowering our citizens. On his birthday, I convey my greetings to respected Advani Ji and pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
উনি আরও লেখেন, শ্রী লাল কৃষ্ণ আদবানী কয়েক দশক বিজেপির ক্ষমতা বৃদ্ধির কাজ করে গেছে। আমাদের দল যদি গত বছরগুলিতে ভারতীয় রাজনীতিতে একটি বিশিষ্ট স্থান দখল করে থাকে তবে এটি আদবানীর মতো নিঃস্বার্থ কর্মীদের বহু দশকের কঠোর পরিশ্রমের ফলাফল। উনি আরও লেখেন, আদবানীজি সর্বদা মূল্যবোধের সাথে যুক্ত ছিলেন। এমনকি জীবনে একবারও তিনি তাঁর মূল আদর্শের আপস করেননি। যখনই আমাদের গণতন্ত্র রক্ষার প্রশ্ন এলো, তিনি ছিলেন সর্বাগ্রে। মন্ত্রী হিসাবে ওনার প্রশাসনিক দক্ষতা লোহা হিসাবে বিবেচিত হয়েছে।
Shri LK Advani Ji toiled for decades to give shape and strength to the @BJP4India. If over the years, our party has emerged as a dominant pole of Indian politics, it is because of leaders like Advani Ji and the selfless Karyakartas he groomed for decades.
— Narendra Modi (@narendramodi) November 8, 2019
লাল কৃষ্ণ আদবানীর জন্ম ১৯২৭ সালের ৮ই নভেম্বর সিন্ধ (বর্তমানে পাকিস্তান) এ হয়েছিল। বিজেপির অন্যতম শক্তিশালী নেতাদের মধ্যে একজন হল আদবানী। যিনি আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের গোড়ার দিকে অযোধ্যা আন্দোলনের মাধ্যমে দলটিকে জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে গড়ে তোলার কৃতিত্ব অর্জন করেছে। উনি অটল বিহারী বাজপেয়ী সরকারে উপ প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রীর পদ সামলেছিলেন।