চাকরির খবর: উচ্চমাধ্যমিক পাশ করেই lndian Navy তে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত

 

বাংলা হান্ট ডেস্ক : চাকরির বাজারে যখন ভরাডুবি তখনই উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য ইন্ডিয়ান নেভি নিয়ে এসেছে sailors (AA & SSR) পদে চাকরির সুযোগ আপনি যদি ইন্ডিয়ান নেভিতে চাকরির জন্য আবেদন করতে চান তাহলে পড়ে নিন বিস্তারিত।

এই পদে আবেদনের শুরুর তারিখ ৮ই নভেম্বর ২০১৯ এবং আবেদন শেষের তারিখ ১৮ ই নভেম্বর ২০১৯।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার্থীদের।

IMG 20191106 WA0077

পদ : sailors (AA & SSR)

কর্মস্থল: ভারত

বেতন: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই প্রার্থীকে বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে।রসায়ন /জীববিজ্ঞান/ কম্পিউটার এর মধ্যে কোন একটি বিষয় দ্বাদশ শ্রেণীতে অবশ্যই প্রার্থীর থাকতে হবে।

বয়স সীমা: বয়স হতে হবে ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।

জাতীয়তা : প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে।

আবেদন মূল্য: জেনারেল এবং OBC দের জন্য ২০৫ টাকা এবং ST এবং SC প্রার্থীর কোনও টাকা লাগবে না।

নির্বাচনের পদ্ধতি : এই ধাপ গুলির মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে

computer based examination

Subject to qualifying physical fitness Test.

Fitness in medical examinations.

উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindiannavy.gov.in এর মাধ্যমে আবেদন করতে হবে।

সম্পর্কিত খবর