মুখের সামনে সাংবাদিকদের বুম, সাক্ষাৎকার দেওয়ার বদলে পপকর্ন খেতে ব্যস্ত রানু মণ্ডল

এক প্যায়ার কা নাগমা, একটি মাত্র গান গেয়ে অতীন্দ্র চক্রবর্তী দৌলতে আজ ভিখারি থেকে মুম্বইয়ের সেলিব্রিটি পরিণত হয়েছেন ভবঘুরে সঙ্গীত শিল্পী রানু মণ্ডল৷ এক সময় শুধুমাত্র রানাঘাট স্টেশন অবধি ছিল তাঁর গণ্ডি কিন্তু আজ সে সব পেরিয়ে নামজাদা সেলিব্রিটির তকমা পেয়েছেন৷ তবে ইন্টারনেটে সেনসেশনাল হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি, কখনও অতীন্দ্র চক্রবর্তীকে ভগবানের চাকর বলে আবার কখনও ভক্তদের দিকে তেড়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন চর্চার সৃষ্টি করেছিলেন তিনি৷

IMG 20191109 150431

যা নিয়ে নেটিজেনদের কোপে পড়েছিলেন,এবার আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি রানু মণ্ডল৷ সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে রানু মণ্ডলকে প্রশ্ন করা হয়, আপনি যে এত দ্রুত এই পর্যায়ে পৌঁছে গেলেন তার থেকে কি আপনার মনে হয় স্বপ্ন সত্যি হয়?

সাংবাদিকের এই প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা রানু মণ্ডলকে দেখা গেলেও কোচ সময় করে পপকর্ন চিবোতে আবার কখনও বুমকে কেয়ার না করে এর অধিক ঘুরে তাকাতে৷ আবার কখনও তাঁকে বলতে শোনা গেল কী বলল শোনাই যাচ্ছে না! এর পর সাংবাদিক আবারও প্রশ্ন করলে দ্বিতীয়বার প্রথমবারের মতোই আচরণ করতে শুরু করেন রানু মণ্ডল৷

https://www.instagram.com/p/B4mQhWYlVRc/?igshid=svft2ch3rh2b

ব্যাস এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই আবার সামাজিক মাধ্যমে বাঁকা মন্তব্যে কমেন্ট বক্স ভরে ওঠে, অনেকেই তাঁর অতীত জীবন কখনোই ভুলে যাওয়ার নয় এমনটাও মনে করিয়ে দেন৷ উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও রানু মণ্ডলের আচরণ ভক্তদের বিরক্ত করে তুলেছিল৷সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল৷

সম্পর্কিত খবর