বাংলা হান্ট ডেস্ক: বুলবুলের তান্ডব চলছে চতুর্দিকে হাওড়া স্টেশনের পর এবার শিয়ালদা স্টেশনে বাতিল করা হলো বেশকিছু ট্রেন। ঘূর্ণিঝড় বুলবুল এর জেরে গতকাল শুক্রবার থেকেই তার প্রভাব পড়েছে জনজীবনের উপর। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রুপে গঙ্গাসাগরে ঢুকে পড়েছে বুলবুলি। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে রাজ্য সরকার একাধিক ব্যবস্থাও নিয়ে ফেলেছে ইতিমধ্যেই, বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।
হাওড়া থেকে পাঁশকুড়া-দীঘা, হাওড়া-পাঁশকুড়া-দীঘা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে আবার বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখাতেও। জানা গেছে যে রাত নটার পর থেকে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদা-নামখানা লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেল কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় বুলবুল এর গতিবেগ বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। রাত ন’টার পর লক্ষীকান্তপুর ট্রেন গুলি যাবে শুধু বারুইপুর পর্যন্ত।
এদিকে আজ সকালেই মোট ২৩টি বিমান বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। সন্ধে ৬টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দমদম বিমানবন্দরও।
সকাল থেকেই শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি বিকেলের পর থেকেই বুলবুলের তাণ্ডবে খানিকটা ভয়ে ভয়েই রয়েছে শহরবাসী। আজ শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নবান্ন ঢুকতেই তোড়জোড় শুরু হয়ে যায় সমস্ত মহলে৷ জানা গেছে যে আজ সারারাত নবান্নে উপস্থিত থেকে সমস্ত দিকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুলবুল আক্রান্ত প্রতিটি জেলার উপর কন্ট্রোল রুম থেকেই তিনি সার্বিক পরিস্থিতি বিশদে পর্যালোচনা করে দেখবেন৷ শুধু তাই নয় এমনকি প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা৷
আজ সন্ধে হওয়ার পরেই সুন্দর বনে প্রবেশ করেছে বুলবুল৷ এবং এর প্রভাব শহরেও পড়বে৷ তাই আজ ছুটির দিন থাকা সত্ত্বেও নবান্নে এসেছেন মমতা। জানা গেছে রাতভর সেখানে থেকে তিনি বিভিন্ন দিকে নজরদারি চালাবে৷ ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। টোল ফ্রি নম্বর হল ১০৭০ – ০৩৩ – ২২১৪৩৫২৬। এই কন্ট্রোল রুম আজ এবং কাল দুদিন খোলা থাকবে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সহ অন্নপ্রসনের আধিকারিকরা মমতার সাহায্যার্থে নবান্নে উপস্থিত থাকবেন৷ আজ নবান্নে ঢুকেই মুখ্যসচিব সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “অযথা আতঙ্কিত হবেন না৷ দয়া করে শান্ত থাকুন৷ উদ্ধার ও ত্রাণকার্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন ৷ সতর্ক থাকুন৷ নিজের খেয়াল রাখুন ও নিরাপদে থাকুন৷”