বাংলা হান্ট ডেস্ক: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের একবার বেফাঁস মন্তব্য করলেন যার জেরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি তার ‘গরুর দুধে সোনা আছে’, এই মন্তব্যের যারা বিরোধিতা করেছিলেন তাদেরকে রীতিমতো গাধা বলে সম্বোধন করলেন দিলীপ ঘোষ। খবর অনুযায়ী জানা গেছে, তিনি মন্তব্য করে বলেন, ‘যাঁরা এসব করছেন, তাঁরা গরুর চেয়েও কম বোঝেন।’ শুধু তাই নয় দিলীপ ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘কেউ প্রমাণ করে দেখাক যে আমি ভুল বলছি’।
সম্প্রতি দিলীপ ঘোষের মন্তব্য ‘গরুর দুধের সোনা আছে’ জানার পর থেকেই অনেকেই গরু নিয়ে গোল্ড লোন নিতে গিয়েছিলেন। এ সমস্ত খবর কানেও পৌঁছেছে বিজেপি রাজ্য সভাপতির। তার পরেই তিনি গাধা বলে মন্তব্য করেন সকলকে। শুধু তাই নয় দিলীপ আরো বলেছেন, ‘গাধারা যেমন গরু সম্পর্কে কিছুই জানে না, ঠিক তেমনই অনেকেই গরু নিয়ে কিছু বোঝে না।’
উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গরু নিয়ে করা অদ্ভুত মন্তব্য কে ব্যঙ্গ করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সম্প্রতি দিলীপের ‘গোরুর দুধ সোনালি’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল তৃণমূল বিধায়ক উদয়ন সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে পোস্ট করে ‘স্ত্রীর ভাই, গর্দভ’ কথাটি ব্যবহার করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে৷ তারি পোস্টকে ঘিরে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া৷
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানের গোপষ্টমী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে গিয়ে দীলিপবাবু গরু নিয়ে মন্তব্য করে বলেন, “বিদেশি গোরুর পিঠে কুঁজ থাকে না কিন্তু দেশি গোরুর পিঠে কুঁজ থাকে। আর ওই কুঁজেই থাকে স্বর্ণনালি। রোদ পড়লে ওখানে সোনা তৈরি হয়। তাই তো দেশি গোরুর দুধ সোনালি হয়।”
দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক একটি পোস্ট করে লেখেন, “গরুর কুঁজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দিলীপবাবু মাঝে মাঝে জন্মদিনের পোশাক পরে রোদে শুয়ে থাকবেন। ভারত সরকার কোহিনুরের মতো বড় হিরে পাবে। স্ত্রীর ভাই, গর্দভ।”
যদিও এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি জানিয়ে দেন, “যাঁদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবেন।”