একইসাথে ধোনি এবং মুশফিকুরকে টপকে যাওয়ার হাতছানি ঋদ্ধিমান সাহার কাছে।

আসন্ন বাংলাদেশ টেষ্ট সিরিজে ধোনিকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কাছে। টেষ্টে আর মাত্র নয়টি শিকার করতে পারলেই ধোনিকে টপকে বাজিমাত করবে ঋদ্ধিমান। ক্রিকেট প্রেমীরা মনে করছেন সাউথ আফ্রিকার বিপক্ষে ঋদ্ধিমান যে ফর্মে ছিল তাতে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজেই ঋদ্ধিমান নয় শিকার করে ধোনিকে টপকে যাবেন।

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টেষ্ট খেলে ধোনির মোট শিকার 15, এর মধ্যে 12 টি ক্যাচ এবং তিনটি স্ট্যাম্প রয়েছে ধোনির। অপরদিকে বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি সিরিজ খেলে ঋদ্ধির শিকার সাত। এর মধ্যে দুটি স্টাম্পিং এবং পাঁচ টি ক্যাচ। অর্থাৎ এই মুহূর্তে সাহা আটটি শিকার পিছনে রয়েছে ধোনির থেকে। ভারত এই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেষ্ট ম্যাচ খেলবে অর্থাৎ ঋদ্ধির হাতে রয়েছে চারটি ইনিংস আর প্রীতিটি ইনিংস থেকে ঋদ্ধি যদি দুটি করেও শিকার করতে সক্ষম হয় তাহলেই মহেন্দ্র সিংহ ধোনির সাথে একই বিন্দুতে অবস্থান করবে পাপালি।

136588181d3944e5cf189346ccc28f8534f77c0e

এছাড়াও ধোনির সাথে সাথে বাংলাদেশী উইকেট রুক্ষক মুশফিকুর রহিমকেও টপকে যাওয়ার হাতছানি রয়েছে ঋদ্ধিমান সাহার কাছে। ভারত-বাংলাদেশ টেষ্ট সিরিজে নয়টি ক্যাচ এবং দুটি স্টাম্পিং সহ মুশফিকুরের মোট শিকার এগারো। অর্থাৎ ঋদ্ধি আর মাত্র চারটি শিকার করতে পারলেই টপকে যাবেন মুশফিকুর রহিমকে।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর