এবার সরাসরি সরকারি কর্মীদের দুষলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ! বললেন কাজে মন নেই ..

বাংলা হান্ট ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই সরকারি কর্মচারীদের কাজ নিয়ে প্রশ্ন তুলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের গড়িমসি কাজ তাঁর একেবারেই পছন্দ নয় এমনটাও বলতে শোনা গেছে বেশ কয়েকবার। এবার সরাসরি সরকারি কর্মচারীদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সরকারের ভাল কাজ জনমানুষ কতটা প্রভাব পড়ছে তা নিয়ে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই ক্ষোভ প্রকাশ করলেন মমতা।be93ef5734995bbe167936218b8b576a

এক শ্রেণীর অফিসারদের কাজের প্রতি অবহেলা এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাব কেন হবে? এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীদের কাজ খতিয়ে দেখার জন্য মুখ্যসচিবের হাতে দায়িত্ব তুলে দেন মমতা। বিশেষ করে সচিবালয় স্তরের দফতরগুলির কাজকর্ম আরও ভাল করে সরজমিনে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। মুখ্যমন্ত্রীর নজর থেকে বাদ যাননি জেলাশাসক বিডিওরা। প্রত্যন্ত এলাকায় তাদের কাজ জনমানুষ কতটা প্রভাব ফেলছে? তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

তাই তো দুটি পর্যায়ে মুখ্যসচিবদের প্রশাসনিক প্রক্রিয়ার কাজ রাশ টানতে নির্দেশ দেন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত স্তরের নোডাল অফিসারদের জন্য ব্লক স্তরের অফিসারদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। আসলে একটু র বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ কেই হাতিয়ার করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী তাই ডিএম এবং বিডিওদের মাধ্যমে তৃণমূল স্তরের সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে মুখ্যসচিবের নির্দেশ জেলাশাসকদের বাড়তি নজরদারি চালাতে হবে, নগর উন্নয়ন স্বাস্থ্য শ্রম দফতরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা শীঘ্রই নিষ্পত্তি ঘটাতে হবে। তবে সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি আইনজীবীদের কাজকর্মেও মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন তা একপ্রকার স্পষ্ট।

সম্পর্কিত খবর