বাংলা হান্ট ডেস্ক: স্ত্রীর রহস্যময় মৃত্যুর কারণ খুঁজছেন ইমরান হাসমি। খুন করা হয় তাকে তারপর রহস্যের মোড়ক জড়িয়ে উধাও হয়ে যায় ইমরানের স্ত্রীর মৃতদেহ। মর্গ থেকে উধাও হয় হটাৎ করে তার মৃতদেহ। সেই নিয়েই জল্পনা শুরু হয়। কি শুনে অবাক হয়ে গেলেন? হাওয়ারই কথা…..
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি মুক্তি পেলো ঋষি কাপুর, ইমরান হাসমি এবং সবিতা ধুলিপালা অভিনিতি দ্য বডি-র ট্রেলার। সেখানেই ইমরান হাসমির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবিতা ধুলিপালাকে। অন্যদিকে এই সিনেমায় ঋষি কাপুরকে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ঘটনার তদন্তকারী অফিসারের ভূমিকায়। যিনি গোটা ঘটনার তদন্তে নেমে নিজেই অবাক হয়ে যান। কে খুন করল ওই মহিলাকে, পাশাপাশি মর্গ থেকে কীভাবে ওই মহিলার মৃতদেহ হঠাত উধাও হয়ে যায়, তা নিয়ে খোঁজ শুরু করেন ঋষি কাপুর। শেষ পর্যন্ত কী রহস্যের সমাধান করতে পারবেন ঋষি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কারণ ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দ্য বডি।
Death is not always the end. #TheBody Official Trailer out now! In Cinemas this December, Friday the 13th https://t.co/RGFeG3bzKG@chintskap @vedhika4u @sobhitaD @jeethu007 @TheBodyMovie @Viacom18Studios @iAmAzure, @AndhareAjit @SunirKheterpal @TSeries@khannasunny pic.twitter.com/wUl5SGQGjs
— Emraan Hashmi (@emraanhashmi) November 15, 2019
প্রসঙ্গত আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের মর্দানি টু-ও। ২০১৪ সালে মর্দানি মুক্তি পাওয়ার পর ৪ বছর পর ফের মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের সিনেমার সিক্যুয়েল।