বাংলা হান্ট ডেস্ক : বিশ্বে লাগাতার হারে দূষণ বাড়ছে আর দূষণের জেরে উষ্ণতা নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে আর তাতেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আর যে ভাবে লাগাতার হারে দূষণ বাড়ছে তাতে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে বিশ্বের সব থেকে দূষিত শহরগুলির তালিকা প্রকাশ করেছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।
তাঁদের সমীক্ষা অনুযায়ী বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকায় প্রথম দশে তিন শহর রয়েছে আর প্রথম স্থানে ভারতের রাজধানী শহর দিল্লি। এর পর রয়েছে কলকাতা ও মুম্বই যাঁদের মধ্যে কলকাতার স্থান পাঁচ নম্বরে এবং মুম্বই স্থান দশ নম্বরে এমনটাই বলছে সমীক্ষার তথ্য। যেভাবে কালীপুজোর পর থেকে দূষণের মাত্রা বাড়ছে তাতে শেষ নয় দিনের হিসেব ধরে দিল্লির বাতাসের গুণগত মান এতটাই খারাপ যে এর আগে ঘটেনি।
অক্টোবর মাসের শেষ সপ্তাহে এবং নভেম্বরের শুরুতে দিল্লিতে বাতাসের গুণমান সূচক 400 আশেপাশে ঘোরাফেরা করলেও শেষ নয় দিনের সেই সূচকের মাত্রা ছুঁয়েছে 527। ভারত ছাড়াও পাঞ্জাবের লাহোরে দূষণের মাত্রা এতটাই বেশি যে দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। যদিও এই দুই শহরের থেকে কলকাতা এবং মুম্বইয়ের দূষণের মাত্রা কিছুটা কম যথাক্রমে 161, 153। যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।
তবে শহর কলকাতার দূষণের মাত্রা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের যদিও এক সপ্তাহ আগে বুলবুলের তাণ্ডব চলার পর দূষণের মাত্রা কমেছিল কিন্তু রোদ ঝলমলে হতেই আবারও লাগাতার হারের দূষণের পারদ চড়ছে। শহর কলকাতার মধ্যে আবার দূষণের পরিমাণ সব থেকে বেশি হাওড়া জেলার ঘুসুড়িতে। যেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স লেভেল ছুড়েছে 285। একই সঙ্গে তার তুলনায় কলকাতার ভিক্টোরিয়ার দূষণের মাত্রা অনেকটাই কম 162।