বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিন পরেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। সংসদের বাদল অধিবেশনে যে ঝড় উঠেছিল আবার শীতকালীন অধিবেশনে তেমনই নতুন কোনও ঝড় উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যেমন গতবারের অধিবেশনে কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার নিয়ে উত্তাল হয়েছিল সংসদ।
তবে এবার শীতকালীন অধিবেশনেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়া নিয়ে নতুন করে ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে। কারণ সংবাদ সংস্থা সূত্রে খবর এ বারের শীতকালীন অধিবেশনে আলোচনার তালিকায় সবার প্রথমেই রয়েছে নাগরিকত্ব সংশোধন বিল।
যদিও এর আগে, সংসদের অধিবেশনে নাগরিকত্ব বিল পাশ নিয়ে বিজেপি নেতা মুকুল রায় এবং দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন। তাই নাগরিক পঞ্জির থেকেও নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে কংগ্রেস এবং বিরোধীদের সঙ্গে সরকারের পক্ষের ব্যাপক বাদানুবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য এর আগেই এনডিএ র তরফে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়া নিয়ে প্রসঙ্গ তুলেছিল কিন্তু তা বিরোধীদের আপত্তির জন্য পাশ হয়নি।
তবে এবার শীতকালীন অধিবেশনেই এই বিল পাশ করিয়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের হিন্দু জৈন খ্রিস্টান শিখ বৌদ্ধ ও পার্সিরা যদি টানা ছ বছর এ দেশে থাকে সেক্ষেত্রে নাগরিকত্ব পাবেন। যদিও বিলটি সংসদে পাস হওয়া নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ কংগ্রেস সহ বিরোধীদের আপত্তি উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।