বাংলা হান্ট ডেস্ক : পেঁয়াজের ঝাঁজে রান্নাঘর কার্যত থমকে গিয়েছে। ভারতে পেঁয়াজের দাম যদিও নিয়ন্ত্রণে এসেছে কিন্তু বাংলাদেশে লাগাতার হারে পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে, যেহেতু দেশের পেঁয়াজের আমদানি কম তাই প্রতিদিনই আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি পাচ্ছে যা বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছুঁয়েছে 250 টাকা। যদিও কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের আমদানি শুরু হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই পরিস্থিতিতে এক অভিনব উপহার দিয়ে সংবাদের শিরোনামে উঠে এলেন বাংলাদেশের কয়েকজন যুবক।
বন্ধুর বিয়েতে নববধূকে উপহার দেওয়ার জন্য পাঁচ কেজি পেঁয়াজের উপরই ভরসা রাখলেন তাঁরা। যেহেতু দেশে লাগাতার হারে পেঁয়াজের দাম বাড়ছে তা নিয়ে রান্নাঘরে পেঁয়াজ তোলা নিয়ে কার্যত নাভিশ্বাস হয়ে উঠছেন মধ্যবিত্তরা আর তাই বাংলাদেশের কুমিল্লায় 250 টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ উপহার দিয়েছেন নববধূকে। এমনই আশ্চর্য ঘটনা ঘটল বাংলাদেশের কুমিল্লায়।কুমিল্লার বাসিন্দা এমদাদুল হক রিপন এর বিয়েতে তাঁর তিন বন্ধু শহীদ শাহজাহান ও শিপন নিমন্ত্রিত ছিলেন।
নিমন্ত্রণ রক্ষার জন্য বিয়েবাড়িতে উপস্থিত হতেই প্যাকেটে মুড়ে পাঁচ কেজি পেঁয়াজ বন্ধুর স্ত্রীর হাতে তুলে দেন তাঁরা। ব্যাস সেই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যম তোলপাড় করে ফেলেছে, একটি বিরল উদাহরণ হয়ে উঠেছে । উল্লেখ্য বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনা তবে খুব শীঘ্রই পেঁয়াজ আবার শুরু হবে বলেও আশাবাদী তিনি।
ঠিক কী কারণে এতটা অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বাড়ল তা তিনি জানেন না তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই ক্রমশ দাম বাড়তে বাড়তে কেজিপ্রতি বর্তমানে 250 টাকা ছুঁয়েছে ।