বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাস ধরেই রাজ্যের মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে এমনটাই গুঞ্জন ছড়িয়েছিল তবে সেই গুঞ্জন কার্যত সত্যি হল রবিবার দলের বৈঠকে। দায়িত্ব কারও কমানো হল আবার কারও দায়িত্ব একেবারে বাড়িয়ে দেওয়া হলেও। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকেপশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক এসবের দায়িত্ব কারও কাছ থেকে অপসারণ করিয়ে আবার কারও দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই তালিকায় প্রথমেই রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।
যদিও কয়েক দিন আগেই রাজনৈতিক অন্দরে গুঞ্জনের পারদ চড়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্ব বাড়ানো হতে পারে তবে এ দিনের বৈঠকের পর একদিকে পশ্চিমাঞ্চল উন্নয়নের সঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব সামলানো সুব্রত মুখোপাধ্যায়কে পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব তুলে দেওয়া হল শান্তিরাম মাহাতোকে।
তেমনি পঞ্চায়েত দফতরের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিদ্যুত্ এবং অচিরাচরিত শক্তি দফতর শোভনদেব চট্টোপাধ্যায় থেকে কেড়ে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য দিকে ব্রাত্য বসুর দায়িত্ব কমানো হয়েছে, এত দিন অবধি বন দফতরের দায়িত্ব সামলেছিলেন
কিন্তু এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে বনমন্ত্রীর দায়িত্ব দিয়ে অনুগ্রহ শ্রেণী কল্যাণের দায়িত্ব দেওয়া হল উত্তরবঙ্গের বিনয়কৃষ্ণ বর্মনকে। অর্থাত্ এত দিন অবধি শান্তিরাম মাহাতো এবং বিনয়কৃষ্ণ বর্মন কার্যত হাত গুটিয়ে বসেছিলেন তবে এবার কারও দায়িত্ব বাড়িয়ে আবার কারও দায়িত্ব অপসারিত করে মন্ত্রিসভায় এক বড়সড় চমক দিলেন মমতা ব্যানার্জি।