আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ড্রেসিংরুমেই হার্টফেল করে মৃত্যু ক্রিকেটারের।

ফের ক্রিকেট মাঠে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।মৃত্য হল ক্রিকেটারের। ক্রিকেট মাঠে খেলোয়াড়ের মৃত্যু নতুন ঘটনা নয়। এর আগেও অনেকবার অনেক ক্রিকেটারের মৃত্য ঘটেছে ক্রিকেট মাঠে। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত হার্ট এটাক করে মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটলো ক্রিকেট মাঠে। এই রকম অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনা ঘটল হায়দ্রাবাদে। বীরেন্দ্র নায়েক নামে 41 বছর বয়সী এক ক্রিকেটারের ওয়ানডে লিগ চলাকালীন ড্রেসিং রুমে হার্ট এটাক করে মৃত্যু ঘটে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান তার সতীর্থরা কিন্তু এত চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো যায় নি বীরেন্দ্র নায়েককে।

এইদিন হায়দ্রাবাদের মোরডপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন বীরেন্দ্র। খেলার সময় তার শরীরে কোনো প্রকার অস্বস্তি লক্ষ্য করে নি কেউই। কিন্তু আউট হয়ে ড্রেসিংরুমে ফেরা মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই ম্যাচে হাফ সেঞ্চুরিও করেন তিনি। কিন্তু আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পরই এমন দুর্ঘটনা ঘটে যায়।

1535309222004c90a68230a49d03e603f0a25ed4f

এইদিন বীরেন্দ্র যখন 66 রানে ব্যাটিং করছিলেন সেই সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জেরে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ড্রেসিংরুমে ফিরে রাগে হতাশায় দেওয়ালে মাথা ঠোকেন বীরেন্দ্র, সতীর্থরা জানিয়েছেন তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। বীরেন্দ্রর বাড়ির লোকজন জানিয়েছেন আগে থেকেই বীরেন্দ্রর হার্টের অসুবিধা ছিল তাই তাকে ওষুধ খেতে হত নিয়মিত। সতীর্থের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না হায়দ্রাবাদের মোরডপল্লী স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

Udayan Biswas

সম্পর্কিত খবর