পাঁচ ম্যাচে একটাও জয় না পেয়ে বিশ্বকাপ খেলার সব আসা শেষ ভারতের।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইতিমধ্যেই পাচঁটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় ফুটবল দল কিন্তু এখনও পর্যন্ত জয়ের মুখ দেখে নি সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারত। মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের পঞ্চম ম্যাচ ছিল ওমানের বিরুদ্ধে। সেই ম্যাচে ওমানের কাছে 1-0 গোলে হারের ফলে বিশ্বকাপের যাত্রা প্রায় শেষ হয়ে গেল ভারতীয় দলের কাছে।

ঘরের মাঠে গুয়াহাটিতে এই ওমানের বিরুদ্ধে বেশ চনমনে দেখিয়েছিল ভারতীয় দলকে। গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত, কিন্তু শেষ মুহূর্তে ব্যবধানে ধরে রাখতে না পেরে ঘরের মাঠে 2-1 গোলে হেরে যায় ভারত। কিন্তু সেই দিনের সেই ম্যাচে ভারত হেরে গেলেও সুন্দর ফুটবল খেলেছিল, তবে গত কালকের ম্যাচে কোথায় যেন হারিয়ে গেল ভারত। একেবারে ছন্নছাড়া ফুটবল খেলল, মূলত রক্ষনান্মক ফুটবলই ভারতের বিশ্বকাপ যাত্রা শেষ করে দিল।

12 0 0 1

ঘরের মাঠে বাংলাদেশের কাছে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ম্যাচের শেষ লগ্নে গোল করে সম্মান রক্ষা করে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধেও সেই একই ফলাফল। তবে এবার ওমানের কাছে দ্বিতীয়বারের জন্য হারার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে বিশ্বকাপের আসা শেষ হয়ে গেল ভারতের।

এইদিন ম্যাচের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি বক্সে ওমানের খেলোয়ারকে ফাউল করার জন্য পেনাল্টি পেয়ে যায় ওমান। কিন্তু সেই পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট করে ওমানের খেলোয়াড় মুহসেন। কিন্তু ম্যাচে 33 মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে সেই মুনসেনই ভারতের জালে বল জড়িয়ে দেয়। এবং মুনসেনের করা একমাত্র গোলের সুবাদে ভারতকে 1-0 গোলে হারায় ওমান।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর