আইপিএলের জনপ্রিয়তার কথা ভেবে দলের সংখ্যা বাড়াতে চলেছে বিসিসিআই।

শুধুমাত্র ভারতবর্ষেই নয় এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়াও সমগ্র বিশ্বে সবথেকে জনপ্রিয় ক্রিকেট লীগ হয়ে উঠেছে আইপিএল। আইপিএল এর জনপ্রিয়তা যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। আর আইপিএলের এই বিশাল পরিমাণ জনপ্রিয়তার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার আইপিএলে দল সংখ্যা বাড়ানোর। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে 2020 সালের আইপিএলে পূর্বের নীতি পরিবর্তন করে এবার থেকে নয় দল নিয়ে করা হবে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন যে আইপিএলের এই বিশাল পরিমান জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছে বিসিসিআই। বিসিসিআই চাইছে যে এবার থেকে আইপিএলে দল সংখ্যা বাড়িয়ে 10 দলের আইপিএল করা। কিন্তু এই মুহূর্তেই দশ দলের আইপিএল না করে প্রথমে নয় দল নিয়ে আইপিএল করতে চাইছে বিসিসিআই, পরে সেই সংখ্যা বাড়িয়ে দশ দলের আইপিএল করা হবে।

230505613b119e632f4f74840418b52c3539364e5

ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ মনে করছেন যে 2022 সালের পর থেকে 10 দলের আইপিএল করানো হবে। ইতিমধ্যেই আগামী বছর আইপিএল-এ প্লেয়ার ছেড়ে দেওয়া এবং ধরে রাখার পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আগামী 19 শে ডিসেম্বর কলকাতায় বসতে চলেছে 2019 আইপিএল এর নিলাম, তখনই বিভিন্ন প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। যদি 10 দলের আইপিএল করা হয় সেক্ষেত্রে ম্যাচ সংখ্যা বের হয়ে যাবে 76।

দেশের ক্রিকেটমহল সূত্রে জানা গিয়েছে আর কিছুদিন পরেই আইপিএল দলের দরপত্র ছাড়বে বিসিসিআই এবং অনেকেই জানিয়েছেন যে আইপিএলে নবমতম দল হিসাবে আসতে চলেছে আমেদাবাদ। ইতিমধ্যেই এই ব্যাপারে বিসিসিআই এর কর্তাদের সাথে সামান্য আলোচনা হয়ে গিয়েছে তাদের।

Udayan Biswas

সম্পর্কিত খবর