বাংলা হান্ট ডেস্ক : এক মাস আগে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, এমনকি ফল প্রকাশ হয়েছে প্রায় এক মাস তবুও সে রাজ্যে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত। যেহেতু কংগ্রেস বিজেপি বা এনসিপি কিংবা শিবসেনা কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ব্যাপক টানাপড়েন শুরু হয়। যদিও বিজেপি এবং শিব সেনা জোট বেঁধেছিল কিন্তু শিবসেনার তরফ থেকে আড়াই আড়াই বছরে মুখ্যমন্ত্রীর পদ দাবি করার পর তিন দশকের জোট ভেঙে সরে আসে বিজেপি আর তাই কোনও দলই সিদ্ধান্ত নিতে না পারায় আপাতত মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি করেছেন রাজ্যপাল
কিন্তু শিবসেনা কংগ্রেস ও এনসিপি র সঙ্গে হাত মিলিয়ে নিজেরাই রাজত্ব করতে মরিয়া হয়ে উঠেছিল যদিও সিদ্ধান্ত নিতে বেশ খানিকটা দেরি হয়ে যায় তবে শুক্রবার সন্ধ্যায় শিব সেনার ষোলো কলা পূর্ণ হল। শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে বৈঠকের শেষে এনসিপি প্রধান শরদ পাওয়ার ঘোষণা করলেন মহারাষ্ট্রের আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। যদিও আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল শুরু হয়েছিল।
যেহেতু মহারাষ্ট্রের জোট সরকার গঠনে হাত মিলিয়েছে ওই দুই দল তাই আপাতত পাঁচ বছরের জন্য জোট সরকারকে নেতৃত্ব দেবেন উদ্ধব ঠাকরের। যদিও শরদ পাওয়ারের এই ঘোষণার পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জোট সরকারকে সুবিধাবাদী তকমা দিয়ে আট মাস সেই জোট টিকে না বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে শুক্রবার মুম্বইয়ের নেহরু সেন্টারে শিবসেনা এনসিপি ও কংগ্রেস জোট একপ্রস্ত বৈঠক সারেন এবং বৈঠক সেরে ফেরার পথে সাংবাদিকদের সামনে বৈঠক খুব সদর্থক এবং ফলপ্রসূ হয়েছে বলে জানান শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে।