বাংলা হান্ট ডেস্ক : হাতে আর মাত্র এক দিন তার পর অর্থাত্ সোমবার পশ্চিমবঙ্গের তিন বিধানসভা কেন্দ্র খড়্গপুর কালিয়াগঞ্জ করিমপুরে উপনির্বাচন। তাই বিধানসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও নিরাপত্তা আঁটোসাঁটো করেছে নির্বাচন কমিশন। জঙ্গলমহল থেকে সরিয়ে আধা সেনা মোতায়েন করা হয়েছে ওই তিন কেন্দ্রে আর এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলল ক্ষুব্ধ তৃণমূল। নিরাপত্তা নিয়ে কমিশনকে চিঠি দিলেও শাসক শিবির।
জঙ্গলমহল থেকে বাহিনী সরিয়ে উপনির্বাচন কেন্দ্রে কেন মোতায়েন করা হয়েছে? এই প্রশ্নও উঠেছে শাসক শিবিরের তরফে। আসলে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নির্বাচনের স্বচ্ছতা আনতে দশ, পাঁচ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে করিমপুর কালিয়াগঞ্জ এবং খড়্গপুর সদর কেন্দ্রে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। আসলে, খড়্গপুর করিমপুর এবং কালিয়াগঞ্জ এই তিনটি কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা
বিশেষ করে খড়্গপুর কেন্দ্রে কারণ দিলীপ ঘোষের দুর্গে ইতিমধ্যেই বিজেপিকে চাপে ফেলতে শিবসেনা প্রার্থী দিয়েছে আবার বিজেপি বনাম তৃণমূল মহাযুদ্ধের মধ্যে বাম কংগ্রেস জোট আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি করেছে। এমত অবস্থাতে খড়্গপুরের নিরাপত্তা বাহিনী আরও জোরদার করে তুলতে দশ কোম্পানি আধা সেনা নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।