বাংলা হান্ট ডেস্ক : ক্যান্সার! মরণ রোগের হাত থেকে রেহাই নেই । যদিও চিকিত্সা বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন ক্যানসার নির্মূল করার জন্য কিন্তু তা সত্ত্বেও মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সম্ভাবনা নেই। তবে বছরের পর বছর যেভাবে ক্যানসার গোটা পৃথিবীতে থাবা বসাচ্ছে তাতে আগামী দশ বছরের মধ্যে ক্যানসার মহামারির আকার দেবে বলে হুঁশিয়ারি শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবুও রেহাই দেওয়ার জন্য ওষুধের আবিষ্কার করে চলেছেন বিজ্ঞানীরা।
কেমোথেরাপির মাধ্যমে যদি ও সারানো যায় কিন্তু নির্মূল হয় না কিন্তু এ বার ওষুধের মাধ্যমেই 100 শতাংশ ক্যান্সার নির্মূল হবে এমনই এক আশার বাণী সোনাল ইজরায়েলি ওষুধ প্রস্তুতকারক সংস্থা।এর আগে বিশ্বের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যান্সার নির্মূল করার জন্য ওষুধের নাম প্রকাশ্যে এনেছিল কিন্তু পুরোপুরি নির্মূল কোনোভাবেই সম্ভব হয়নি তবে এবার ইজরায়েলি সংস্থা আগামী কয়েক বছরের মধ্যে ওষুধ আনতে চলেছে বলেই সূত্রের খবর।
ওই ইজরায়েলি সংস্থার নাম অক্সিসিলেটেড ইভলিউশন বায়ো টেকনোলজি। যাঁরা ক্যানসার প্রথম দিন ধরা পড়ার পর থেকে ওষুধ যাতে কার্যকরী হয় তার জন্য ওষুধ আবিষ্কার করেছেন এবং তার সভাপতি জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই ক্যান্সার নির্মূল হওয়া একেবারেই সম্ভব। আর এই ওষুধের মধ্যেই লুকিয়ে রয়েছে ক্যান্সার নাশক, যেটি অন্যান্য ওষুধের তুলনায় অনেকটাই কম দাম এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
জানা গিয়েছে ওই ওষুধটি ক্যানসার কোষগুলিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। সম্প্রতি গবেষকরা একটি ইঁদুরের ওপর এই ওষুধ প্রয়োগ করে সাফল্য পেয়েছেন তাই আগামী বছরের মধ্যে ওষুধটি বাজারে আনার চেষ্টা করছেন তাঁরা। কবে ওষুধ যদি কার্যকরী হয় সে ক্ষেত্রে চিকিত্সা বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কার বলা যাবে।