মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করলেন মুকুল

বাংলা হান্ট ডেস্ক: আসানসোলের বারাবনিতে দলীয় কার্যালয়ে পুনরুদ্ধার করতে বিজেপি নেতা মুকুল রায় সেখানে যান৷ শুধু মুকুল নয় এদিন তার সঙ্গে ছিলেন ছিলেন বাবুল সুপ্রিয়৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে মন্তব্য করেন মুকুল রায়, তিনি বলেন “এখন মমতা কোথাও স্থির হয়ে একটু বসতেও পারছেন না৷ বসলেই মনে হচ্ছে ওঁর চেয়ারটা বোধহয় কে সরিয়ে নিচ্ছে৷”

শুধু তাই নয় একদিন মুকুল আরো বলেন, তাই আপনারা লক্ষ্য করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেন না৷ সমস্ত দিকে চড়কির মতো ঘুরে বেড়ান৷ তার এত তিড়িংবিড়িং করার পিছনে একটাই কারণ যাতে আর কেউ তুলে নিয়ে না যায়৷ আপনি জেনে রেখে দিন, আমিও আপনার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি৷ আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি৷ পাপের প্রায়শ্চিত্তের অঙ্গ হিসেবে আজ এখানে এসেছি৷”

images 5 22

এদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় বারাবনির বিধায়ক তৃণমূলের বিধান উপাধ্যায়কেও কটাক্ষ করেন মুকুলবাবু, তিনি বলেন, “তোমাদের তো আর কয়েকদিন পরেই BJP-তে যোগ দেওয়ার জন্য লাইন দিতে হবে৷” অন্যদিকে আবার এই বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া দিতে নারাজ বিধানবাবু৷

অন্যদিকে আবার একেবারেই চুপ ছিলেন না কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তিনি বলেন, সাধারণ মানুষকে বাঁচানোর হলো পুলিশের কাজ৷ অথচ দেখুন বাংলাদেশের ব্যাটসম্যানের মতো হেলমেট, শরীরে নানারকম বর্ম পরিয়ে এক কিলোমিটার দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে৷ এখানে মহম্মদ শামি, ইশান শর্মা, উমেশ যাদবরা রয়েছেন৷ কিন্তু কেউ বল ছুঁড়বেন না৷ কারণ আমাদের পার্টি সে রকম নয়৷ আমরা ইট-পাটকেল ছুড়ি না৷ কিন্তু পুলিশকে পুরো জোকার বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে৷ ছবিটা তুলে কেউ ফেসবুকে দিয়ে দিন৷ এটা হচ্ছে মমতার পুলিশ৷” আসানসোলের বারাবনিতে রাজ্য পুলিশকে রীতিমতন তির্যক ভাষাতেই কটাক্ষ করে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর