শীতকালে যুবকদের শরীর গরম করে দেবে নেহা শর্মার সূর্য চুম্বনের ছবি

বাংলা হান্ট ডেস্ক : সিনেমা থেকে কয়েক কদম দূরে রয়েছেন নেহা শর্মা। কিন্তু তাতে কী? জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাকটিভ থাকেন তিনি, সোশ্যাল মিডিয়া থেকেই জনপ্রিয়তা পৌঁছেছে অনেক দূর অবধি। বিশেষ করে তাঁর ফটো শ্যুট ভক্তদের ঘাম ঝরিয়ে দেয়। বিশেষ করে ছুটি কাটাতেই যখন তিনি ভ্রমনে যান তখন তার হট ফটোশুট রীতিমতো আগুন ছড়ায়। সম্প্রতি মডেল অভিনেত্রী নেহা শর্মা হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাই এ বারেও ভক্তদের বঞ্চিত করেননি।nehasharmaofficial 71103176 418568172185035 6353090941751849328 n

সমুদ্র সৈকতে হট পোশাকে সকলের মনকে সহজেই জয় করে নিয়েছেন। সেই ছবিগুলি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়েছে তাঁর সূর্য চুম্বন করা একটি ছবি। হাওয়াই দ্বীপপুঞ্জের ম্যাকেনা বিচে তার শুট করা ছবি নিমেষের মধ্যে সকলের মন ছুঁয়ে গেছে।

https://www.instagram.com/p/B5MaH33AOel/?utm_source=ig_web_copy_link

কখনও সানগ্লাস পরে ঘাড় ঘুরিয়ে আবার কখনও সানগ্লাস মাথার উপরে তুলে কিংবা কখনও সমুদ্র বিচে ছুটে বেরিয়েছেন তিনি। বিকিনি পোশাকে এক নতুন অবতারে ধরা দিয়েছেন বলাই যায়। সানগ্লাস পরে যে ভাবে ঘাড় বেঁকিয়ে ক্যামেরার দিকে তাকিয়েছেন তাতেই পুরুষ ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।

https://www.instagram.com/p/B5PGafLAtkG/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি একটি ই মেলের মাধ্যমে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, যেহেতু বর্তমানে ভক্তরা নিখুঁত বাস্তবকে দেখতে চান , যদিও আমরা প্রত্যেকেই আলাদা ব্যক্তিত্ব এবং আলাদা শরীর এর মানুষ তাই তিনি নিজেই ব্যক্তিগত ভাবে তার পূর্ণতার মাত্রা মিথ্যে দিয়ে পরিচিত করতে চান না।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন বড় হয়ে যখন তিনি ম্যাগাজিনে ফটোশপে ছবি দেখতেন তখন তিনি তার থেকে আলাদা হতে চাইতেন। কারণ তিনি সর্বদাই আত্মবিশ্বাসকে পছন্দ করতেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, মেয়েদের আত্মবিশ্বাসের বিশেষ প্রয়োজন তবে তার জন্য কখনও কাউকে অপমান করা উচিত নয়। সমস্ত নারীর সমস্ত নারীকে উঁচু ভাবে দেখা উচিত।

সম্পর্কিত খবর