মমতার আক্রমণ কে তোয়াক্কা না করে ওয়েসির হুঙ্কার, প্রয়োজনে সিপিএমের সাথে জোট বাধবে তারা!
বাংলা হান্ট ডেস্ক: বাংলা রাজনৈতিক পট পরিবর্তন হতে বেশি সময় লাগে না । তাই ইতিহাসে সাক্ষী রয়েছে দীর্ঘ 35 বছর সিপিএম সরকার যখন পড়ে গিয়েছিল তখন অনেকের ধারণা ছিল এত মজবুত কিভাবে এত সহজে উপরে গেল? কিন্তু মমতা ব্যানার্জির সে কাজটি করেছে তার নিজের বাহু বলে.। কিন্তু সময় বদলেছে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।
রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। অনেকে মনে করছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ফ্যাক্টর হতে পারে এআইএমআইএম। কারণ হিসেবে উঠে আসছে ভোট ব্যাংকের বিষয়টি সংখ্যালঘু ভোটব্যাঙ্ক পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে বড়সড় থাবা বসাতে পারে তারা
AIMIM-এর রাজ্যে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত জমিরুল হাসান বলেন, -“বাংলায় আমরা প্রার্থী দিলে বিজেপি লাভ করবে। তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। তিনি যদি বিজেপির দালাল হতেন তাহলে তখনই প্রার্থী দিতে পারতেন। এখন মমতার যে ২২জন সাংসদ রয়েছেন তাহলে তাও থাকত না। তৃণমূলের ২ কিংবা ১ জন সংসদে যাওয়ার ছাড়পত্র পেতেন। বরং দালাল তো মমতাই। দু’বার এনডিএ-এর সঙ্গে জোট করেছেন উনি। কাল যে ফিরে যাবেন না, সে গ্যারান্টি কেউ দিতে পারে!
যদি তৃণমূল-কংগ্রেস-সিপিএম সব এক সাথে থাকে। তাহলে বিজেপি ৪-৫ টা সিট পেতে পারে। এর বেশি পাবে না। যদি কিছু আসন আমরা কম পাই, তাহলে ওদের সমর্থন নিয়ে সরকার গড়ব। সিপিএম, কংগ্রেস শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও তখন আমাদের সমর্থন করবেন সরকার গড়তে। দিদি সমর্থন করতে বাধ্য হবেন। এখন মনে হচ্ছে বড় বড় কথা। কিন্তু বাস্তবে এটাই হবে।”