বাংলা হান্ট ডেস্ক: গতকাল বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের আদর্শ বলে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি বলেন, “২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ২০১৫ সালে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই পদক্ষেপ আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য৷ দেশের আদর্শ প্রধানমন্ত্রী হিসবে সঠিক পদক্ষেপ করেছেন তিনি৷”
উল্লেখ্য, অন্যদিকে আবার হিন্দি গানের কলি টেনে এনে রাজ্যকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় মঙ্গলবার সংবিধান দিবস পালনের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি রাজ্যপাল কে উদ্দেশ্য করে বলেন, ‘তু চিজ় বড়ি হ্যায় মস্ত’৷ যদিও শলীলতার খাতিরে বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় জগদীপ ধনকড় এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই (রাজ্যপাল) কথা বলেন।”
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইশু নিয়ে রাজ্যপালের সংঘাত বার বার প্রকাশ্যে এসেছে। আর সেই সংঘাত বজায় রইল সংবিধানের ৭০ তম বর্ষপূর্তির দিনেও। বিধানসভার বিশেষ অধিবেশনে ফের রাজ্যকে আক্রমণ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। বলেন, “পশ্চিমবঙ্গে আমাকে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে। সাংবিধানিক অধিকারের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে।”
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের গৃহীত হওয়ার ৭০ বছর পূর্তির উপলক্ষে বিধানসভায় বক্তব্য রাখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিছুদিন আগেই তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বর্তমানে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২৬ তারিখের এই বিশেষ অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন। রাজ্য ও রাজ্যপাল সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোনদিকে গড়ায়।