অলিম্পিক সহ সমস্ত ধরণের খেলাধুলা থেকে নির্বাসিত হতে পারে রাশিয়া।

এবার কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখে পড়তে চলেছে রাশিয়ার ক্রীড়াবিদরা। বিশ্ব ডোপ বিরোধী সংস্থার তরফ থেকে আবেদন করা হয়েছে যাতে রাশিয়াকে কোন রকম ক্রীড়া প্রতিযোগিতায় না নেওয়া হয় অর্থাৎ বিশ্বের সমস্ত রকম ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নির্বাচিত করার আর্জি জানানো হয়েছে। কমপ্লায়েন্স রিভিউ কমিটির তরফে জানানো হয়েছে রাশিয়ার ক্রীড়াবিদরা এবার থেকে শুধুমাত্র অ্যাথলেটিক্স নয় অন্য কোন ধরনের খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আগামী 9 ই ডিসেম্বর প্যারিসে এই সংক্রান্ত একটি বৈঠক বসতে চলেছে সেখানেই ঠিক হবে রাশিয়ার ভাগ্য। তাদেরকে কি এত বড় শাস্তির মুখে পড়তে হবে নাকি শর্তসাপেক্ষ কিছু ছাড় পাবে এখন সেটাই দেখার।

যদি রাশিয়ার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে আগামী বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হতে চলা ইউরো কাপ সেখানে হবে নাকি স্থান পরিবর্তন করা হবে সেই বিষয়ে প্রশ্ন থেকে যাবে। এছাড়াও টোকিও অলিম্পিকে কোন রাশিয়ান অ্যাথলেটিক্স নামতে পারবেন না।

snowkiting russian pixabay

তবে শেষ পর্যন্ত যদি রাশিয়ার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে কোর্ট অফ আরবিট্রেশ ফর স্পোর্টস এ এই বিষয়ে আবেদন করতে পারবে রাশিয়া।

পরীক্ষাগারে যে সমস্ত নমুনাগুলি পাঠানো হয়েছে সেগুলি অসম্পূর্ণ এবং পুরোপুরি নিখুঁত নয়। এছাড়া পরীক্ষাগারে বিভিন্ন ভাবে নমুনার ফলাফল বদলে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। আর তাই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ওয়াডা। যদি শেষ পর্যন্ত রাশিয়ার দোষ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে ওয়াডা।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর