বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের সহায়ক সরঞ্জাম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়ার ইন্দাসে

ইন্দ্রানী সেন, বাঁকুড়া: বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের সহায়ক সরঞ্জাম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়ার ইন্দাসে। বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশন সৌজন্য এদিন ইন্দাসের ৪৭ জন ছাত্র ছাত্রীদের এই সরঞ্জাম প্রদান করা হয়। ইন্দাস অবর বিদ্যালয় পরিদর্শক সোমনাথ দাস বলেন, “এদিন ৩টি ট্রাইসাইকেল, ১৮টি উইলচেয়ার ও ২৬টি শ্রবণ সহায়ক মেশিন দেওয়া হয়েছে ।ইন্দাস ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের আবেদনের ভিত্তিতে এই কর্মসূচি পালিত হয়।”

IMG 20191127 152332

এছাড়াও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের উৎসাহ দেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন সহ সভাপতি সুব্রত হাজরা ইন্দাস ও ইন্দাস পূর্ব চক্রের স্পেশাল এডুকেটর চন্দন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক উত্তম চক্রবর্তী সরকারী এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বলেন,”সরকারি সাহায্যের জন্যই আমার মেয়ে মাধ্যমিকে সেকেণ্ড ডিভিশন পেয়েছে।” পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুনের কথায়, “বর্তমান সরকার এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের পাশে সব সময়ই আছে। শুধুমাত্র বিশেষ সরঞ্জাম প্রদান নয় সাথে সাথেই সরকারি বিভিন্ন ধরনের সাহায্য যাতে পায় তাঁর ও খেয়াল রাখছেন। আমরাও ওদের পাশে আছি সব সময়ই।”

সম্পর্কিত খবর