ঘুষ নেওয়ার অপরাধে বি গ্রুপের 21 জন কর্মচারীকে চাকরিচ্যুত করল মোদী সরকার

বাংলা হান্ট ডেস্ক :  বরাবরই দুর্নীতি দমনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুর্নীতি রোধ করতে নোট বাতিলই হোক কিংবা অফিসারদের ছাঁটাই করাই হোক প্রথম থেকেই লক্ষ্যে অবিচল মোদী সরকার তাই এ বার ঘুষ নেওয়ার অপরাধে আয়কর বিভাগের বি গ্রুপের একুশ জন কর্মচারীকে ছাঁটাই করল কেন্দ্র।422088 income tax dept

সূত্রের খবর দীর্ঘদিন থেকেই এই সমস্ত অফিসারদের নজর রেখেছিল কেন্দ্র তার উপরে সম্প্রতি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ এবং অফিসার পদের অপব্যবহারের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। কয়েক মাস আগে মোদি সরকার দুর্নীতির অভিযোগে আয়কর বিভাগের কর্মীদের ছাঁটাই করা হতে পারে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন ঠিক কয়েক মাসের মধ্যেই এই নিয়ে পঁচাশি জন আয়কর বিভাগের আধিকারিক কে 20000-65 লক্ষ টাকা অবধি ঘুষ নেওয়ার অভিযোগে বাধ্যতামূলকভাবে অবসর থেকে বরখাস্ত করেছে কেন্দ্র।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সিভিল সার্ভিস 1972 এর বিধি 56 Jঅনুযায়ী কোনও কারণ বশত 30-50 বছর বয়সী কর্মকর্তাদের ছাঁটাই করার অধিকার রয়েছে সরকারের। যদিও তাঁদের তিন মাসের বেতন দেওয়ার নির্দেশ রয়েছে। উল্লেখ্য, 2014 সাল থেকেই আয়কর বিভাগের অফিসারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ লক্ষ্য করে আজ ছিল মোদী সরকার তাই এবার পাকাপাকি ভাবে তাঁদের বন্দোবস্ত করতে এক প্রকার উঠে পড়ে লেগেছে কেন্দ্র।

ad

সম্পর্কিত খবর