পশ্চিমবঙ্গ 24×7 ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের টানা এক মাস ধরে চলা নাটকের অবসান ঘটল। চ্যালেঞ্জ অনুযায়ী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন সেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন শিবসেনা কংগ্রেস ও এনসিপির তরফে দুজন করে বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শিবসেনার পক্ষ থেকে একান্ত সিন্ডি ও সুভাষ দেশাই অন্যদিকে এনসিপি র তরফে জয়ন্ত রাজারাম এবং ছাগন চন্দ্রকান্ত ভুজবল, এবং কংগ্রেসের তরফে বালাসাহেব থোরাট ও নিতিন রাউত শপথ বাক্য পাঠ করেন। অন্যদিকে মহারাষ্ট্রে বৃহস্পতিবার শিবসেনা কংগ্রেস ও এনসিপির তরফে দলীয় অভিন্ন কর্মসূচি কারণ করা হয়।
বৈঠকে তিনটি দলের নেতাদের মধ্যেই রাজ্যের মানুষের খাবার ও বাসস্থান সহ একাধিক সুবিধা এবং পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য ও বেকারত্ব নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে অভিন্ন কর্মসূচির বৈঠকে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উপর জোর দিতে মোদী সরকারের এক টাকার ক্লিনিক পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি কৃষকদের ব্যাপারেও এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাড়ির মকুবের পাশাপাশি চাষে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের শপথ নেওয়ার পর মহারাষ্ট্রে নতুন করে সরকার গঠন হল। মাত্র ছয় দিনের ব্যবধানে দু দু বার মুখ্যমন্ত্রী বদল হলেও। যদিও এর পর মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা কোন দিকে মোড় নেয়,তা দেখার সময়ের অপেক্ষা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার