বাংলা হান্ট ডেস্ক : অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে তিন বছর পর প্রায় চার বছরের মাথায় লাগু হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন। ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হলে আগামী বছরের শুরু থেকেই বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন। কিন্তু সরকারি কর্মচারীরা সেই বর্ধিত হারে বেতন কবে থেকে নেবেন? তার জন্য সরকারের তরফ থেকে অপশন চাওয়া হয়েছে।
আসলে ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার কথা ছিল 2016 সালে কিন্তু তা না হওয়ায় আগামী বছর যে ষষ্ঠ বেতন কমিশন চালু হবে সে ক্ষেত্রে 2016 সালের হারেই নতুন বেতনক্রম কার্যকর হবে। কিন্তু তিন বছরের কোনও বকেয়া দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার, কিন্তু প্রতি বছর তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট ধরে তবেই রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন স্থির করা হবে।
তাই কর্মচারীরা চাইলেই 2016 সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে বেতন নিতে পারেন আবার যদি কেউ তা না করে নতুন বেতন হারের সুযোগ নিতে চান সে ক্ষেত্রেও পারবেন। কিন্তু যে হারেই বেতন নেন না কেন তার আগে রাজ্য সরকারকে অবশ্যই জানিয়ে দিতে হবে। রাজ্য সরকারের তরফে চলতি বছরের সেপ্টেম্বরে যে রোপা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানেই স্পষ্ট বিষয়টি উল্লেখ করে দেওয়া আছে তবে পঞ্চম বেতন কমিশন লাগু হওয়ার সময় এই সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানের সঙ্গে একটাই পার্থক্য বকেয়া।
2006 সালের বদলে 2009 সালে পঞ্চম বেতন কমিশন কার্যকর করা হলেও বারো মাসের বকেয়া দেওয়া হয়েছিল কিন্তু এ বার 2020 সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরী করা হলেও কোনও বকেয়া দেওয়া হবে না তাই কোনও কর্মচারী যদি নতুন বেতন হার নেন সে ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে নতুন বেতন হার নিলে সেক্ষেত্রে পরবর্তী ধাপে বেতন হারের সুযোগ পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা। কিন্তু কোন হারে বেতন নেওয়ার জন্য আবেদন করবেন তা নিয়েই এখন ধন্দ শুরু হয়েছে সরকারি কর্মচারী মহলে।