আবহাওয়ার খবর : শীত পড়ার আগেই ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

 

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর মাসের শেষ হয়ে গেলেও তেমনভাবে এখনো শীতের কামড় উপভোগ করতে পারেনি কলকাতাবাসী। তবে শীতের আমেজ রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের জন্য শীত আসতে কিছুটা বাধা পেয়েছিল তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিলো, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়। এর মাঝেই ফের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফের আরব সাগর এবং ভারত মহাসাগরের নিম্নচাপ তৈরীর সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে দার্জিলিং সহ উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যাবেলায় শীতের আমেজ থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে ঠাণ্ডা আমেজ থাকলেও দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকবে।

IMG 20191129 170614

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এই নিম্নচাপের জেরে ফের শীত প্রবেশে বাধা তৈরি করবে। এছাড়াও জম্বু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের যে তুষারপাত শুরু হয়েছিল এখন তা বন্ধ হয়ে গিয়েছে এবং তার জেরেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়াও ঢুকছে না একারণেই বেড়ে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই জাকিয়ে শীতের আমেজ অনুভব করবে কলকাতাবাসী।

সম্পর্কিত খবর