অর্ধেক দাড়ি কমিয়ে প্রচার করেই ২৩ লক্ষ টাকা উপার্জন করে ফেললেন প্রাপ্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

এখন দেখা যায় নো সেভ নভেম্বর এই ট্রেন্ড-এ গা ভাসিয়ে অনেক পুরুষকে দেখা যায় পুরো নভেম্বর মসে দাড়ি রাখতে অর্থাৎ নভেম্বর মাস জুড়ে তারা সযত্নে জমিয়ে রাখেন তাদের দাড়ি। কিন্তু এই নো সেভ নভেম্বর এর আসল মানে হয়তো অনেকেই জানেন না। আসলে এই ট্রেন্ড শুরু হয়েছে বিদেশে, এটি শুরু করার পেছনে ছিল একটা মহৎ কাজ। এটি শুরু করার সময় ভাবা হয়েছিল যে পুরো নভেম্বর মাস জুড়ে পুরুষরা দায়ী রাখবেন আর তার ফলে যে পরিমাণ অর্থ সঞ্চিত হবে সেই পুরো অর্থ তুলে দেওয়া হবে ক্যান্সার আক্রান্তদের হাতে। কিন্তু এখন সেই সব নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে এটি নিছকই ট্রেন্ডে পরিণত হয়েছে অর্থাৎ অনেক পুরুষই স্টাইল করার জন্য এই ট্রেন্ডে গা ভাসিয়ে থাকেন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস তিনিও নো সেভ নভেম্বর পালন করলেন তবে তিনি আংশিকভাবে এই ট্রেন্ড পালন করলেন। মুখের অর্ধেক অংশের দাড়ি, গোপ রেখে এবং বাকি অংশের দাড়ি, গোপ কেটে ফেলে তিনি পালন করলেন নো সেভ নভেম্বর। এরফলে তার একটা অন্যরকম লুক এসেছে সবার সামনে। ক্যালিসের যে ছবি সবার সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ক্যালিস তার মুখের অর্ধেক অংশের দাড়ি এবং গোপ কেটে ফেলেছেন বাকি অর্ধেক অংশের দাড়ি এবং গোপ রেখে দিয়েছেন সযত্নে।

212533966842af75f86fbd2bfa74172f3bb776975

কিন্তু হঠাৎ কেন ক্যালিস এমন ভাবে মুখের অর্ধেক অংশের দাড়ি গোপ কাটলেন এবং বাকি অংশটুকু রেখে দিলেন। এই প্রশ্নের উত্তর অবশ্য নিজের মুখেই জানিয়েছেন প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। ক্যালিস জানিয়েছেন তিনি এই মুহূর্তে ‘Save the Rhino challenge’- সংস্থার সাথে যুক্ত আর এই সংস্থা বিশ্ব জুড়ে গণ্ডার বাঁচানোর কাজ করে থাকে। আর তাই তাদের প্রচারে সাহায্য করার জন্য এই ভাবে নিজের দাড়ি গোপ কেটেছেন তিনি।

এছাড়াও ক্যালিস জানিয়েছেন ইতিমধ্যে এই প্রচারে অংশগ্রহণ করে তিনি 23 লক্ষ 30 হাজার 790 টাকা উপার্জন করেছি। ক্যালিস ছাড়াও এইভাবে গুন্ডাদের রক্ষার জন্য প্রচার করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন এবং বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।

Udayan Biswas

সম্পর্কিত খবর