বাংলা হান্ট ডেস্ক : গাড়ির কাগজ নেই? ড্রাইভিং লাইসেন্স নেই? অথবা ট্রাফিক নিয়ম ভেঙেছেন, ব্যাস অমনি গাঁটের কড়ি খোয়ানোর সময় এসেছে। আবার অনেক ঝামেলা সেই কোর্টে লম্বা লাইনে দাঁড়িয়ে তবেই টাকা পেমেন্ট করতে হয় কিন্তু এবার দুর্নীতি রুখতে ট্রাফিক আইনে বড়সড় বদল আনল লালবাজার। আর কোর্টে নয় অন দ্য স্পট ফাইন দিতে হবে ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের।
যদিও অনলাইনে টাকা পেমেন্টের ব্যবস্থা ছিল কিন্তু তাতে আর্থিক দুর্নীতির গাদাগাদা অভিযোগ রয়েছে আর তাই ট্রাফিক পুলিশ জরিমানা করলেই সঙ্গে সঙ্গে সার্জেন্ট থেকে সব মেশিনের মাধ্যমে কিংবা ওয়ালেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন আপনি। শহর কলকাতার বুকেই বাইক আরোহী কিংবা গাড়ি চালক সবাইকে যেন ভয় নিয়ে কাজ করতে হয়, একবার যদি ট্রাফিক নিয়ম লঙ্ঘন হয় সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফাইন, আর ফাইন দেওয়া মানেই টাকা দেওয়ার থেকে বড় ঝামেলা।
প্রথম অবস্থায় লালবাজারে গিয়ে লম্বা লাইন দিতে হত, জন ইন্টারনেটের দুনিয়ায় লাইন বদলে অনলাইন শুরু হয়। কিন্তু সেই অনলাইন পথটিকে আরও সহজতর করে দিচ্ছে কলকাতা পুলিশ। আসলেই এক দিকে গ্রাহকদের কথা তো মাথায় রেখে অন্য দিকে অনলাইনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে আর তাই এ বার অন দ্য স্পট ফাইনের ব্যবস্থা করতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
তাই এ বার কোনও চালককে জরিমানা করা হলে যে জায়গায় জরিমান করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে সার্জেন্টের কাছে থাকা সোয়াইপ মেশিন দিয়ে এটিএমের সাহায্যে টাকা পেমেন্ট করতে পারবেন। কিংবা নিজের ওয়ালেটের মাধ্যমে ও টাকা পেমেন্টের সুযোগ থাকছে। তাই এতে যেমন চালকদের সুবিধা হবে তেমনই সঙ্গে সঙ্গে জরিমানার টাকা হাতে সম্ভব হবে, এতে আর্থিক দুর্নীতি অনেকটাই কমানো যাবে।