বাংলা হান্ট ডেস্ক : লোকসভায় তিন তালাক বিরোধী আইন থাকার সত্ত্বেও এখনও দেশের বিভিন্ন জায়গায় মুসলিম সমাজে তিন তালাক প্রথা চালু রয়েছে। লোকসভার বিলকে তোয়াক্কা না করে প্রায় দিনই তিন তালাকের মতো ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এক কথায় তিন তালাক এখন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এ বার স্বামীর তাত্ক্ষণিক তিন তালাকের বিরোধিতা করতে গিয়ে শ্বশুর ও দেওরের হাতেই গণধর্ষণের শিকার হতে হল এক মহিলাকে।
রাজস্থানের এই ঘটনার জেরে কার্যত নিন্দার ঝড় উঠেছে দেশের। শীর্ষ আদালতের তরফে তিন তালাক বেআইনি ঘোষণা করল সত্ত্বেও কেন তাঁকে তিন তালাক দেওয়া হল? এই প্রসঙ্গ তুলে রাজস্থানের ওই মহিলা স্বামীর বিরোধিতা করেছিলেন কিন্তু তা কিছুতেই মানতে রাজি ছিলেন না শ্বশুরবাড়ির লোকেরা। আর তাই পরিকল্পনা করে শ্বশুর এবং দেওর মিলে ধর্ষণ করে ওই মহিলাকে
একই সঙ্গে আরও বেশ কয়েকজন আবারও তাঁকে গণধর্ষণ করে বলে খবর। যদিও এই নারকীয় ঘটনা নয় এর সঙ্গে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়েছে বলে পুলিশের কাছে জানিয়েছেন ওই নির্যাতিতা মহিলা। ঘটনার পর থানার দ্বারস্থ হয়ে এক দিকে মহিলা তিন তালাকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অন্য দিকে শ্বশুর ও দেওরের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ নিয়েছেন
পাশাপাশি নির্যাতনের দায়ে ওই মহিলার শাশুড়ি নামেও অভিযোগ করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত কয়েক মাস আগেও এই একই ঘটনা ঘটেছিল দেশের এক রাজ্যে, স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় অত্যাচারের শিকার হন এক মহিলা।