বাংলা হান্ট ডেস্ক : বুধবার হায়দরাবাদের শাদনগরে মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই ঘটনার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বলিউড সেলিব্রিটিরা। প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশের সাধারণ নাগরিক ও। তাই তো ধর্ষকদের কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আন্দোলন ধর্না এবং বিক্ষোভ মিছিল করেছে সকলেই।
এমন কি নিজের ছেলেকে ওই পশু চিকিত্সককে যেভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে, সেভাবেই যেন তাঁর ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারা হয় এমনটাই দাবি জানিয়েছেন চার অভিযুক্তের মধ্যে এক অভিযুক্তের মা। এবার আসামিদের শাস্তির দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
রবিবার একটি টুইট করে তিনি লিখেছেন, তোমাকে রক্ষা করতে পারেনি এর জন্য আমি দুঃখিত। এই খুনের মামলাতেই যত তাড়াতাড়ি সম্ভব মীমাংসা করে খুনিদের ফাঁসি দেওয়া উচিত। আর সেটা করা উচিত জনগণের সামনে। যদিও শুধুমাত্র রূপা গঙ্গোপাধ্যায় নন সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন।
#Priyanka_Reddy i am sorry, i couldn't save you .
#PriyankaReddyMurderCase should be solved as soon as possible AND the Murderers should be #Hanged to #death and that too in #public— Roopa Ganguly (@RoopaSpeaks) November 30, 2019
অন্য দিকে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এই ঘটনা তাঁকে ব্যাপকভাবে ধাক্কা দিয়েছে বলে জানান, তবে যেভাবে এই ঘটনার সংখ্যা ক্রমশই বাড়ছে তা প্রতিরোধ করা উচিত বলেও জানিয়েছেন তিনি। এমনকি সকলেরই এসবের প্রতিবাদ করে আরও বেশি কিছু করা উচিত বলে জানান প্রিয়ঙ্কা গাঁধী।
I have been so deeply disturbed by the savage rape and murder of the young veterinarian in Hyderabad and the teenage girl in Sambhal that no words are enough to express my outrage.
As a society, we have to do far more than just speak up when these horrific incidents take place.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 30, 2019