দুপুরের খাবারে তৈরি করুন গোটা ফুলকপির রোস্ট দেখে নিন রেসিপি

 

বাংলা হান্ট ডেস্কঃ উপকরণ :
ফুলকপি ১ টি
মটরশুটি ১ কাপ
নারকেল বাটা ৩ টে চামচ
কাজু বাটা ২ টে চামচ
টক দই ৫ টে চামচ
আদা বাটা ১ টে চামচ
দারুচিনি ১ টুকরা
এলাচ ৪ টি
তেজপাতা ১ টি
গরম মশলা গুঁড়ো ১/৪ চা চামচ
তেল ১/৪ কাপ
ঘি ৬ টে চামচ
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা ৪-৫ টি
চিনি ১ চা চামচ
লবণ পরিমান মত

IMG 20191202 222114

প্রণালী :

গোটা ফুলকপি ধুয়ে তেলে হালকা করে ভেজে নিন।

এবার ওই তেলে ঘি দিয়ে দারুচিনি ,এলাচ ,তেজপাতা ফোড়ন দিয়ে গরম মশলা গুঁড়ো বাদে বাকি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

কষানো হলে ১ কাপ মত জল দিন। জল ফুটে উঠতেই ফুলকপি ও মটরশুটি দিয়ে তাপ কমিয়ে দিন।

ফুলকপি সেদ্ধ হয়ে মশলা গা মাখা হলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

লুচি , পোলাও , ভাত , পরোটা সবকিছুর সাথেই ভীষণ ভালো লাগবে এই ফুলকপির রোস্ট।


সম্পর্কিত খবর