মনুষ্যত্বহীন ধর্ষণের শাস্তি কি! ভারতীয় নারীর আত্মা বলছে “পুড়িয়ে মারা উচিত” অগ্নিগর্ভ রাজনীতি, উত্তাল সংসদ!

 

বাংলা হান্ট ডেস্ক : প্রিয়াংকা রেড্ডি কান্ডে তোলপাড় দেশ। রাজ্য রাজনীতিতে তার প্রভাব এর ঢেউ যেন আরো গতি বাড়িয়ে ছুটে আসছে। আর উত্তাপ সংসদ ভবনে ছড়িয়েছে দেখিয়ে নারী সুরক্ষার যখন এতটা তলানীতে গিয়েছে তখন তা নিয়ে আন্দোলন এর ঢেউ উঠবে এটাই স্বাভাবিক। ধর্ষণকারীদের ‘জনসমক্ষে পিটিয়ে মারা উচিত’ বলে মনে করেন সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ জয়া বচ্চন। তেলঙ্গানায় পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আলোচনার সময় রাজ্যসভায় দাঁড়িয়ে আজ অকপটে গণপিটুনির পক্ষে সওয়াল করেন তিনি

আর জয়ার দাবি, ‘‘আপনারা যদি নিরাপত্তা দিতে না-পারেন, তা হলে মানুষের হাতে বিচারের ভার ছেড়ে দিন। এই ধরনের লোকজনকে প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত।’’

201912011575185477883191P63BhW5o2eY

সমালোচকদের বক্তব্য, জয়া সমাজের বিভিন্ন স্তরের মানুষের মত নিয়ে কঠোর আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দিতে পারতেন। মহিলাদের নিরাপত্তা বাড়াতে কী ব্যবস্থা নেওয়া উচিত, পুলিশের কী করা উচিত তা-ও বলতে পারতেন। কিন্তু তা না-করে তিনি প্রতিহিংসার পথই দেখালেন, তা-ও আবার সংসদে দাঁড়িয়ে।
কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি এরকম নরকীয় হত্যার শাস্তি খুব দ্রুত না হয় তবে দেশে এমন প্রবণতা বাড়তে থাকবে। এই নিয়ে অনেকেই মুখ খুলেছেন বলিউড এ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি এরকম নরকীয় হত্যার শাস্তি খুব দ্রুত না হয় তবে দেশে এমন প্রবণতা বাড়তেই থাকবে। এই নিয়ে অনেকেই মুখ খুলেছেন। বলিউড-টলিউড থেকে আরম্ভ করে সমস্ত জগতের মানুষ মুখ খুলেছেন। তবে বুদ্ধিজীবীদের অনেকাংশ এখনো চুপ রয়েছে তা নিয়ে সরব হয়েছে বিজেপি।-টলিউড থেকে আরম্ভ করে সমস্ত জগতের মানুষ বলেছেন তবে বুদ্ধিজীবীদের অনেকাংশ এখনো চুপ কেন তা নিয়ে সরব হয়েছে বিজেপি।

সম্পর্কিত খবর