‘বিসমিল্লাহ’-তে ৮ বছরের ছোট ঋদ্ধির সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী

বাংলাহান্ট ডেস্ক: ‘পরিণীতা’র পর শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় দক্ষতা নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ থাকে না। একই ছবিতে একজন স্কুলপড়ুয়া ও যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করে শুভশ্রী বুঝিয়ে দিয়েছেন যে তিনি একাধারে একজন বলিষ্ঠ ও পরিণত অভিনেত্রী। অপরদিকে ঋদ্ধি সেনের অভিনয় নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। কিছুদিন আগেই অভিনয় জগতে পা রেখে ইতিমধ্যেই বেশ কয়েকটি সফল ছবি নিজের নামে করে ফেলেছেন তিনি। সম্প্রতি তাঁর অভিনীত ‘নগরকীর্তন’ ছবিটি পেয়েছে জাতীয় পুরষ্কার। বলা যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইয়ং ব্রিগেডের পুরোভাগে রয়েছেন ঋদ্ধিই। এহেন দুজন প্রতিভাকে যদি একত্রে কোনও ছবিতে দেখা যায় তবে কেমন হয় বলুন তো?

117757

সেই স্বপ্নটাকেই বাস্তবে রূপান্তরিত করতে চলেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাঁর আগামী ছবি ‘বিসমিল্লাহ’-এর জন্য এই দুজনকেই কাছাকাছি আনতে চলেছেন তিনি। এই ছবির মূল চরিত্রের জন্য ঋদ্ধির নাম ঘোষনা করা হয়েছিল আগেই। তবে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে সেই নিয়ে চলছিল জল্পনা। অবশেষে প্রকাশ্যে আনা হয় শুভশ্রী গাঙ্গুলীর নাম।

Subhasree Ganguly go profile 1

আসলে পরিচালকের মতে শুভশ্রীর চরিত্রটির জন্য একজন পরিণত তথা গ্ল্যামারাস নায়িকার প্রয়োজন ছিল। সেই দিক দিয়ে শুভশ্রী চরিত্রটিকে যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে পারবেন বলে মনে করেন ইন্দ্রদীপ। জানা গিয়েছে,ছবির চিত্রনাট্য নিয়ে খুশি দুই অভিনেতা-অভিনেত্রীই।

e7c4307d 14bb 46b0 8716 8d9c13899829

বাংলা ছবির জগতে ইন্দ্রদীপ দাশগুপ্ত নামটি বেশ জনপ্রিয়। মাত্র দুটি ছবি করেই বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। তাঁর কেদারা ছবিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছিল। এবার তৃতীয় ছবি ‘বিসমিল্লাহ’-এর ক্ষেত্রেও নিয়ে এলেন চমক। ছবির কাহিনি সম্পর্কে তেমন মুখ না খুললেও একজন মুসলমান বাদ্যকারের জীবনকাহিনিই যে উঠে আসবে ছবির মাধ্যমে তা জানান পরিচালক। ঋদ্ধি ও শুভশ্রী ছাড়াও এই ছবিতে দেখা যাবে অপরাজিতা আঢ্য, কৌশিক গাঙ্গুলী, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা ব্যানার্জি, ঋতব্রত মুখার্জি সহ আরও অনেক পরিচিত মুখকে। আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে শুরু হবে ছবির শ্যুটিং।

Niranjana Nag

সম্পর্কিত খবর