বাংলা হান্ট ডেস্ক : হয়দরাবাদ গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই আবারও দেশের অন্যপ্রাণ্তে নারকীয় ঘটনা ঘটল। এবার স্থান অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার চেরুভু গাটটু গ্রামে। ষাট বছরের এক প্রৌঢ়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে সুব্রহ্মনিয়ম মন্দিরে পূজো থাকায় সেদিন ওই গ্রামের অধিকাংশ মানুষ সেই মন্দিরে ভিড় জমিয়েছিলেন। তাই ওই প্রৌঢ়া একাই ছিলেন। আর একা থাকার সুযোগে মদ্যপ ৩১ বছরের অভিযুক্ত যুবক ওই প্রৌঢ়াকে ধর্ষণ করে।
তবে শুধু ধর্ষণ করাই নয় তাঁকে খুন করে প্রমান লোপাট করতে মৃতদেহের গায়ে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় অভিযুক্ত। এরপর তাঁর বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। ইতিমধ্যেই অভিযুক্তেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, সোমবার পুরীতে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে খোদ প্রাক্তন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। সেই ঘটনাতেও ওই প্রাক্তন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। বার বার এভাবে দেশের বুকে বার বার ধর্ষণের ঘটনা ঘটছে তাতে বাড়িতেও যে মহিলারা নিরাপদ নয় তার প্রমান মিলেছে।