আমি রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস নই,ট্য়ুইটে বিস্ফোরক রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্ক : শপথ নেওয়ার পর থেকেই রাজ্য়পালের সঙ্গে রাজ্য়ের সংঘাত ক্রমশই প্রকাশ্যে এসেছে। বার বার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের কার্মকাণ্ড নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল। এমনকি রাজ্যের আইনশৃঙ্খলাকেও কাঠগোড়ার দাঁড় করিয়েছিলেন।তবে গত দুদিন ধরে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাতে যেন চরমে পৌঁছেছে। বিশেষে করে মঙ্গলবার বিধানসভায় যখন বিল বিতর্কের জেরে বুধ ও বৃহস্পতিবার অধিবেশন মুলতুবি রাখা হয় তারপর থেকে একের পর এক বিতর্ক।jagdeep dhankar 1280x720 1

মঙ্গলবারের পর বুধবার সকালে ট্য়ুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি ট্য়ুইটে লেখেন‘আমি সংবিধান মেনে কাজ করছি। অন্ধের মতো সিদ্ধান্ত নিতে পারি না। রাবার স্ট্যাম্প বা পোস্ট অফিস কোনওটাই নই।’আসলে রাজভবন থেকে গণপিটুনি প্রতিরোধ, তফশিলি জাতি ও উপজাতি নির্যাতন বিরোধী বিল, পুর সংশোধনী সহ একাধিক বিল অনুমোদন পাইনি বলে অধিবশেন স্থগিত রাখা হয়।

https://twitter.com/jdhankhar1/status/1202043561857798144

আর তারপরেই রাজ্যপাল কাজে কোনো বিলম্ব করেননি বলে ট্য়ুইট করেন। তিনি কোনো দেরি করেননি বা তাঁৎ সঙ্গে কোনো সংঘাত নেই বলে জানান রাজ্যপাল। তাই সমস্ত দফতরের সঙ্গে বিষয়টি কথা বলে মিটিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। এমনকি বিল না পাশ হওয়ার জন্য সরকারের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। এরপর বুধবার সংবিধান মেনে  বিল দেখা হচ্ছে বলে জানা তাই দেরি হওয়ার কোনো কারণ নেই।

https://twitter.com/jdhankhar1/status/1202057989969965056

যদিও এই প্রথমবার নয় এর আগে একাধিক অস্যুকে কেন্দ্র করে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত লেগেছিল। বিশেষ করে জেলায় প্রশাসনিক বৈঠকে গিয়ে যখন জেলা প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত হতে দেখা য়াযনি। এছাড়াও মমতা বন্দ্য়োপাধ্য়য়ের বিরুদ্ধেও সৌজন্যবোধ দেখায়নি বলেও অভিযোগ তুলেছিলেন।

সম্পর্কিত খবর