এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার হলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। বুমরাহ কে খেলা যে কোন ব্যাটসম্যানের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে তাই কোন ব্যাটসম্যান বুমরাহ সম্বন্ধে সচরাচর কোনো মন্তব্য করেন না। তবে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুর রাজ্জাক বুমরাহ সম্বন্ধে একটি মন্তব্য করে বসলেন তিনি বললেন যে তিনি যদি এখনও ক্রিকেট খেলতেন তাহলে বুমরাহকে অবলীলায় শাসন করতে পারতেন। উনার কথায় বুমরাহ উনার কাছে নিতান্তই বাচ্চা। তার এই কথা শুনে বোঝা যাচ্ছে যে তিনি একজন প্রাক্তন ক্রিকেটার বলেই তার পক্ষেই এই কথা বলা সম্ভব কারণ মুখে বলা আর কাজে করে দেখানো সত্যিই কঠিন। তাই বর্তমানে কোন ক্রিকেটার এমন মন্তব্য না করলেও তিনি প্রাক্তন বলেই সহজেই এমন মন্তব্য করলেন।
পাকিস্তানের একটি প্রচার মাধ্যমে আব্দুর রাজ্জাক বলেন যে একসময় বিশ্বের তাবড় তাবড় বোলারদের আমি খেলেছি, তাদের সামনে অনেক রান করেছি। তাই বুমরহকে খেলত আমার তেমন অসুবিধা হবে বলে মনে হয় না। সেই সাথে তিনি এও বলেন যে বুমরাহ অবশ্যই এই মুহূর্তে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বোলার, তার মধ্যে রয়েছে অসাধারণ প্রতিভা। কিন্তু তিনি যে ওনাকে সহজে খেলতেন সেটাও তিনি বললেন।
এছাড়াও তিনি বলেন যে বুমরাহ তার অদ্ভুত বোলিং একশনের জন্যই বাড়তি সুবিধা পাচ্ছে। কিন্তু তিনি খেললে উল্টে বুমরাহই অসুবিধায় পড়তেন তাকে সামলাতে। এর আগে বিশ্বকাপ চলার সময় তিনি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নিয়ে মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন যে হার্দিক পান্ডিয়ার মধ্যে যথেষ্ট খামতি রয়েছে। যদি হার্দিক পান্ডিয়া তার তত্ত্বাবধানে খেলতেন তাহলে তিনি আরও ভালো অলরাউন্ডার হতে পারতেন। আর এরপরেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছিল তাকে।